নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট বেলায় মা বলত তুই একটা খাম্বা তোরে দিয়া কিছুই হবে না।

টোকাই রাজা

ঘুমন্ত মানুষ গুলো যদি জেগে উঠে বলতো - আমি আছি

টোকাই রাজা › বিস্তারিত পোস্টঃ

শপিং

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬

– “ইশ্! কি দুর্গন্ধ! বলি মোজাটা কতদিন ধরে পরছ শুনি?”

– “এই তো মাত্র দিন তিনেক হল। একটা মোজাতেই তো মনে হয় দায় সারছো! বাকি দুইটায় তো বুড়ো আঙুল উঁকি দিচ্ছে…” B-)

– “অ! তা তোমার মোজার এই হাল আগে বলনি কেন? ঠিক আছে কাল তুমি অফিসে গেলে দেখি, 'আমি একটু বিগবাজারে যাব।”—

পরের দিন রাজা অফিসে পৌঁছে মাত্র নিজের কেবিনে বসেছে তখনি মোবাইলের রিংটোন বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে ফুটে উঠল “বস”(রাজার তার মোবাইলে স্ত্রীর নাম বস দিয়ে সেভ করেছে)। কলটা রিসিভ করতেই ভেসে এলো,

– “আমি বিগবাজার এসেছি তোমার মোজা কিনতে। এখানে অনেক শব্দ হচ্ছে ফোনে রিং হলেও শুনতে পাব না। তাই আমি ফোন না ধরলে চিন্তা কর না।”

– “না না! ঠিক আছে! ঠিক আছে! নো চিন্তা। তুমি মন দিয়া মোজা কেনো” (রাজা মনে মনে ভাবল যাক আজকে অন্তত শান্তিমত অফিস করা যাবে)।

কলটা কেটে কাজে মন দেয় রাজা। এখন বেশ কিছুক্ষণ ওই তরফ থেকে নো কল, সো নো টেনশন। ঘণ্টা দুই পরে ওর মোবাইলে ক্যাঁক ক্যাঁক শব্দে একটা এসএমএস এলো। মেসেজটা পড়েই রাজার চক্ষু চড়কগাছ। 8-|
মেসেজে লেখা -“থ্যাঙ্ক ইউ ফর স্পেন্ডিং টাকা ৪২৯৫ ফ্রম ইওর ক্রেডিট কার্ড…”। রাজার মাথায় ঢোকে না অবন্তী কোন মেটিরিয়ালে কতগুলো মোজা কিনল। হিসেব করে দেখল এক একজোড়া মোজার দাম যদি চল্লিশ বিয়াল্লিশ টাকা করেও হয় তাহলেও মোটামুটি একশো জোড়া মোজা কিনা যাবে। অবন্তী কি রাজার রিটায়ারমেন্টের সময় হিসেব করে এক বারেই সব মোজা কিনে নিয়েছে? রাজার সব চিন্তাই তালগোল পাকিয়ে যাচ্ছে। পেটটাও কেমন যেন চিনচিন করছে। টয়লেট থেকেও ঘুরেও এলো একবার, তবুও শরীরটা কেমন যেন আনচান করছে। হাফডে সি.এল নিয়ে রিকশা ধরে সোজা বাড়িতে।
কলিং বেল টিপতেই দরজা খুলল অবন্তী। রাজাকে এই অসময়ে বাড়ি ফিরতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল,

– “তুমি? এই অসময়ে? শরীর ঠিক আছে তো?”

– “হ্যাঁ হ্যাঁ! শরীর ঠিক আছে। তুমি কখন ফিরলে?”

– “এই তো এখুনি। ভালোই হয়েছে তুমি এসে গেছ। চল তোমায় দেখাই কি কি কিনেছি…”

বাইরের দরজা বন্ধ করে রাজার হাত ধরে টানতে টানতে বেডরুমে নিয়ে এলো অবন্তী। বিছানায় ছড়ানো গোটা তিনেক শপিং ব্যাগ। এক একটা শপিং ব্যাগ থেকে এক এক করে বের করে অবন্তী দেখাতে লাগল ওর কেনাকাটার পসরা। দুটো কামিজ, দুটো লেগিংস আর একটা সালোয়ার সেট। সব দেখিয়ে অবন্তী বেজার মুখে রাজাকে বলল,

– “জানো! বিগবাজারটা না আজকাল বড্ড চোট্টামি শুরু করেছে। ৭৫ টাকার নিচে একজোড়া মোজাও পাওয়া যায় না। তাই রেগে গিয়ে তোমার মোজা কেনাই হল না। কাল দেখি একবার নিউমার্কেট যেতে হবে। ওখানে সবকিছুই বেশ সস্তা, পঁচিশ তিরিশে ঠিক পেয়ে যাব…….”

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

সুমন কর বলেছেন: হাহাহা........এভাবে ফাঁকি দিল.... :D

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

টোকাই রাজা বলেছেন: হা ভাই |-)

২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১

শূণ্য মাত্রিক বলেছেন: হা হা হা হা। মোজাটাই শেষমেশ কেনা হলোনা :D

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫

টোকাই রাজা বলেছেন: :(( :((

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

আব্দুল্লাহ রিফাত বলেছেন: খুব ভাল লিখছেন।

অনেক মজা পেলাম।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬

টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ :D

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭

টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ পাশে থাকার জন্য। :)

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:০৭

ভিটামিন সি বলেছেন: ভাই, বসকে থামান। নইলে ক্রেডিট কার্ড আর ক্রেডিট থাকবে না, ডেবিট কার্ড হয়ে যাবে।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৮

টোকাই রাজা বলেছেন: ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ :)

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০০

প্রামানিক বলেছেন: কাহিনীটা তো ভালই লাগল। ধন্যবাদ

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০২

টোকাই রাজা বলেছেন: ভাল লাগাতে পেরেছি, তাই অনেক ধন্য হলাম।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

মানুষ হতে চাই বলেছেন: ভাল লাগল।

১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪

টোকাই রাজা বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.