![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমন্ত মানুষ গুলো যদি জেগে উঠে বলতো - আমি আছি
– “এইযে ভাই! গায়ে ঘামের ফোঁটা পরছে…”
– “হুমমম“
– “কি হল? কথাটা কানে যাচ্ছে না?”
– “হুমমম… জানি….”
– “আচ্ছা ঠ্যাঁটা লোক তো ? জেনে শুনে….”
– “ওমা! কেন জানব না?”
একে অসহ্য গরম, তাতে আবার বাসের জানলার ধারে বসে থাকা ওভার সাইজড ভদ্রমহিলা গলদঘর্ম হয়েও, ভোঁস ভোঁস করে ঘুমতে ঘুমতে ঝিলিককে সিটের একেবারে কিনারায় এনে ফেলেছে। তার ওপর আবার কাটা ঘায়ে নুনের ছিটের চিড়বিড়ে জ্বলুনির মত সামনের হ্যান্ডেল দু’হাতে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকা নির্লজ্জ লোকটার অবিরাম ফোঁটায় ফোঁটায় ঘামবর্ষণ, তাও আবার আমেরিকা প্রবাসী ছোটখালুর উপহার দেওয়া মিনি স্কার্টটার ওপর। অসহ্য বিরক্তিটা ধৈর্যের বাঁধ ভেঙে দিতেই ঝাঁঝিয়ে উঠল ঝিলিক-
– “ছ্যাগলামি হচ্ছে? তখন থেকে বলছি আপনার চিবুক বেয়ে আমার স্কার্টে ঘামের ফোঁটা পরছে…”
– “ইসসস.. এইভাবে আমার মুখের দিকে তাকাবেন না! আমার লজ্জা করছে…”
রাজার কুৎসিত মোটা দাগের রসিকতায় ঝিলিকের জ্বলুনিটা যেন এক লাফে বেড়ে গেল বহুগুণ। একেবারে তেলে বেগুনে জ্বলে উঠে ঝিলিকের ধমক-
– “আপনার লজ্জা করে না? একে গায়ে ঘাম ফেলছেন তার ওপর আবার নির্লজ্জের মত ছ্যাগলামি করছেন?”
– “আপনি কি ভেবেছিলেন? এই গরমে বাসে দাঁড়িয়ে ঘাম নয়, আমার চিবুক বেয়ে মধু ঝরবে আর আপনি চেটে চেটে খাবেন?”
রাজার অসভ্যতার আর কোনও জবাব খুঁজে না পেয়ে বেশ উচ্চস্বরে “জানোয়ার” বলে জানালার দিকে ঘাড় ঘুরিয়ে বসে বাইরের গরমে ভাজাভাজা হওয়া পথচারী দেখতে দেখতেই ঝিলিকের কানে এলো শেয়ালের মত খ্যাঁক খ্যাঁক করে হাসি সহ সেই অসভ্য জংলী লোকটার গলা। যেন তাকে উদ্দেশ্য করেই বলছে-
– “এই জানোয়ারটাকে আপনার সিটে বসতে দিন আর সামনে দাঁড়িয়ে যত খুশি ঘর্মপাত করুন, কিচ্ছু বলব না।”
ঘাড় ঘুরিয়ে রাজার দিকে এক ঝলক অগ্নিদৃষ্টি বর্ষণ করে মোবাইল ফোনের হেডফোনটা কানে গুঁজে চোখ বন্ধ করল ঝিলিক। ওর কাঁধ পর্যন্ত ছাঁটা চুলের যে সরু গোছাটা হেয়ার ব্যান্ডের শাসন অগ্রাহ্য করে কানের পাশে ঝুলছে, সেটা হাত দিয়ে সরাতেই কপালে জমে থাকা ঘাম গড়িয়ে নামতে লাগল গাল পেরিয়ে চিবুকের দিকে।
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১
টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমাদের সকলের উচিত অন্যের অবস্থানে নিজেকে বসিয়ে তাকে বিবেচনা করা।
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১
টোকাই রাজা বলেছেন: আমাদের সকলের উচিত অন্যের অবস্থানে নিজেকে বসিয়ে তাকে বিবেচনা করা।
সহমত
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮
অলওয়েজ ড্রিম বলেছেন: টোকাই রাজা = রাজা?!
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২
টোকাই রাজা বলেছেন: বাহ! মোরে রাজা বানাইছেন ধন্যবাদ।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯
দিগন্ত জর্জ বলেছেন: ভালো লাগলো।
০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০
টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ জর্জ সাহেব।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫
রক্তিম দিগন্ত বলেছেন: বাহ! বেশ সুন্দর লিখেছেন।
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯
টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯
কল্লোল পথিক বলেছেন: বাহ! বেশ লিখেছেন।
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০
টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ ভাই
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮
চাঁদগাজী বলেছেন:
সহযাত্রীর সাথে এ ধরণের আলাপ?
মানুষ বেশী, বিচিত্র সব সমস্যা
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১১
টোকাই রাজা বলেছেন: হা ভাই মানুষ বেশী, বিচিত্র সব সমস্যা সহমত।
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মজার হলেও চিন্তা করার মতো বিষয় আছে।
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১১
টোকাই রাজা বলেছেন: এই চিন্তা এখন করে কেই ভাই?
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২
সুমন কর বলেছেন: ছোট হলেও ভালো !!
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২
টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ তো!
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২
টোকাই রাজা বলেছেন:
১১| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩
রানার ব্লগ বলেছেন: বাহ ভালো লাগলো । এই রকম পরিস্থিতিতে আমি মাঝে মধ্যেই পরি কিন্তু এতটা এগ্রেসিভ হতে পারি না।
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩
টোকাই রাজা বলেছেন: চেষ্টা করবেন।
১২| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮
আরণ্যক রাখাল বলেছেন: কস্কি মোমিন! ভালৈছে
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪
টোকাই রাজা বলেছেন: কস্কি মোমিন!
ধন্যবাদ ভাই।
১৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
আবু শাকিল বলেছেন: রাজা সাহেব হেব্বি মাইর হইছে।
মজার তবে শিক্ষণীয় ছিল।
ধন্যবাদ।
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯
টোকাই রাজা বলেছেন: তাই
ধন্যবাদ ভাই।
১৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
জুন বলেছেন: লেখাটি ছোট হলেও গভীরতা অনেক বেশি টোকাই রাজা।
+
১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২
টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ জুন আপু
১৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
মানুষ হতে চাই বলেছেন: মজার তবে শিক্ষনীয় আছে।
১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫
টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: শিক্ষনীয় । ভাল লেগেছে ।