নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট বেলায় মা বলত তুই একটা খাম্বা তোরে দিয়া কিছুই হবে না।

টোকাই রাজা

ঘুমন্ত মানুষ গুলো যদি জেগে উঠে বলতো - আমি আছি

টোকাই রাজা › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ১০ টি সাপ

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬


আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সাপকে খুব ভয় পান। সাপ দেখলেই গা শিরশির করে উঠে। এ বিষয়ে আমাদের কোন সন্দেহ নেই যে, সাপ পৃথিবীর অন্যতম বিষাক্ত এবং ভয়ংকর প্রানীর একটি।
পৃথিবীতে প্রায় ৬শ’রও বেশি প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে। তাদের মধ্যে ২শ’ প্রজাতির সাপ মানুষের ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
সাপের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস অনুযায়ী, Animalia (প্রাণী) জগতের, কর্ডাটা (কর্ডটা) পর্বের, Vertebrata (মেরুদণ্ডী) উপপর্বের, Sauropsida (সরোপ্সিডা) শ্রেণীর (শল্ক বা আঁশযুক্ত), Squamata (স্কোয়ামান্টা) বর্গের, Serpentes (সার্পেন্টেস) উপবর্গের সদস্যদের সাপ বলে অভিহিত করা হয়। তবে বৈজ্ঞানিক ও জেনেটিক পরির্বতন অনুসারে গিরগিট থেকেই সাপের জন্ম যার ইতিহাস ১৫ কোটি বছরের মত । ( লেলিয়ান ফর্মুলা অনুসারে ) একমাত্র অ্যান্টার্কটিকা ছাড়া সকল মহাদেশেই সাপের উপস্থিতি দেখা যায়। সাপের সর্বমোট ১৫টি পরিবার, ৪৫৬টি গ্রোফ ও ২,৯০০টিরও বেশি প্রজাতি রয়েছে এ পৃথিবীতে যা ১০ সে.মি. (থ্রেড সাপ) থেকে শুরু করে সর্বচ্চো ২৫ ফুট বা ৭.৬ মিটার (অজগর ও অ্যানাকোন্ডা)। সম্প্রতি আবিষ্কৃত টাইটানওবোয়া (Titanoboa) সাপের জীবাশ্ম প্রায় ৪৩ ফুট লম্বা হিসাবে দেখা গিয়েছে । তবে বেশীরভাগ প্রজাতির সাপ বিষহীন এবং যেগুলো বিষধর সেগুলোও আত্মরক্ষার চেয়ে শিকার করার সময় বিভিন্ন প্রাণীকে ঘায়েল করতে বা নিজকে বাঁচানোর জন্য সাপরা বিষের ব্যবহার প্রয়োগ করে । দুর্ভাগ্য ক্রমে কিছু মারাত্মক বিষধর সাপের বিষ মানুষের মারাত্মক স্বাস্থ্যঝুকি বা মৃত্যুর কারণ ঘটতে দেখা যায় । সাপের দুইটি উপ শ্রেনী আছে স্থল সাপ (এলাপেডি) ও সাগরের সাপ (হাইড্রোফেনি) -স্থলের সাপ আবার দু ভাগে ভাগ, কলুব্রাইডি (ফনাওয়ালা) ও ভাইপারেডি (ফনা ছাড়া)! ফনা আসলে সাপের গলদেশের হাড়ের বিশেষ গঠন যা সে উত্তেজিত অবস্থায় শ্বাস নিলে ফনার আকার ধারন করে!কিন্তু আমাদের বাস্তুতন্ত্রের জন্য সাপের গুরত্ব অপরিসীম। বিরক্ত করা ছাড়া সাপ সাধারণত কোন প্রানীকেই আক্রমন করে না। এরা শুধু আত্নরক্ষার জন্যই ছোবল মারে। বাকি সাপের ছোবলে মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও এমন কিছু সাপ বিশ্বের নানা অলিগলিতে রয়েছে, যাদের এক ছোবলই হতে পারে প্রাণনাশের কারণ। তেমন ১০টি বিষধর সাপ নিয়েই এবারের আয়োজন।

১। হাইড্রোফিলিস বেলচেরি (Hydrophis Belcheri )
অনেকে ইনল্যান্ড তাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে ধারনা করলেও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হল বেলচেরি। প্রকৃতপক্ষে এটি ইনল্যান্ড তাইপানের চেয়েও প্রায় ১০০ গুন বেশি বিষাক্ত।
সমুদ্রে বসবাসকারী এ সাপটি ০.৫ মিটার থেকে ১ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর মাথা শরীর থেকে ছোট এবং এর পেছনে মাছের মত সাতারে সহায়ক লেজ রয়েছে। এ সাপটি একবার শ্বাস নিয়ে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা পানির নিচে ঘুরে বেড়াতে বা ঘুমাতে পারে।
পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এ সাপটি খুবই ভদ্র স্বভাবের। এটি সাধারনত কাউকে কামড়ায় না। তবে বার বার একে বিরক্ত করলে এটি কামড় দিতে পারে। এ সাপটি নিয়ে বেশি ভয়ের কারনও নেই কারন এটি কাউকে কামড়ালেও বেশিরভাগ ক্ষেত্রেই বিষ ডুকায় না। তবে কারো ভাগ্য খারাপ হলে এর বিষাক্ত ছোবলে ১৫মিনিটের কম সময়েই তার মৃত্যু ঘটতে পারে। মাত্র কয়েক মিলিগ্রাম বেলচেরির বিষ ১০০০ এর বেশি লোক বা ২৫ লক্ষ ইদুরকে মারার জন্য যথেষ্ট্য।


০২। তাইপান সর্প পরিবার (Taipan Snake Family)
সমগ্র পৃথিবীতে না হলেও ভূমিতে বসবাস কারী সাপগুলোর মধ্যে তাইপান সবচেয়ে বেশি বিষাক্ত এবং প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি ভয়ংকর প্রজাতির সাপ।এর বিষাক্ত ছোবলে একজন মানুষ সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকারও কোন রেকর্ড নেই।
তাইপান সর্প পরিবারের পাঁচটি উপ-প্রজাতির মধ্যে ইনল্যান্ড তাইপান অনেক বেশি বিষাক্ত। ইনল্যান্ড তাইপানের ক্ষেত্রে এক ছোবলে সবচেয়ে বেশি প্রায় ১১০ মিলিগ্রাম পর্যন্ত বিষ নিক্ষিপ্ত হয়েছিল। এর কয়েক মিলিগ্রাম বিষই ১০০ লোক বা প্রায় ২.৫ লক্ষ ইদুর মারার জন্য যথেষ্ট।
এ সাপগুলো ১.৮ মিটার থেকে ৩.৭ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। সবচেয়ে ভয়ংকর ধারনা করা হলেও এরা খুব সহজেই বশ মানে। তবে একে কোন কারনে বিরক্ত করা হলে শিকার জায়গা থেকে নড়ার আগেই এটি প্রচন্ড বেগে কয়েক বার ছোবল দিয়ে দিতে পারে।


০৩। ক্রেইট (Krait)
তাইপানের পর এ সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত। এ সাপগুলো এশিয়ায় পাওয়া যায় এবং ৯০ সেন্টিমিটার থেকে ১.৫ মিটার লম্বা হয়।
এরা যেকোন সাধারন কোবরা থেকে প্রায় ১৫গুন বেশি বিষাক্ত। দিনের বেলায় নিষ্ক্রিয় থাকলেও এরা রাতের বেলায় বের হয়। মানুষের শ্লিপিং বেগ, বুট বা তাবুর নিচের লুকানো এই সাপের একটি বড় অভ্যস। ইন্ডিয়ান ক্রেইট ইন্ডায়ার সবচেয়ে বিষাক্ত সাপ।


০৪। ফিলিফাইন কোবরা (Philippine Cobra)
ভূমিতে বসবাসকারী পৃথিবীর ৩য় সবচেয়ে বিষাক্ত সাপ এটি। এরা প্রায় ১০০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। ক্রেইটের পরেই এরা সবচেয় বিষাক্ত প্রজাতির সাপ। শারীরিক অঙ্গভঙ্গির সাথে সবচেয়ে বেশি সাড়া দেয় বলে ফিলিফাইনের সবচেয়ে বিষাক্ত এ সাপগুলো সাপুড়েরা সাপের নাচ দেখানোর সময় বেশি ব্যবহার করে। সকল কোবরার মত এরাও রেগে গেলে মাথার দুইপাশে হুড দেখা যায়।


০৫। ইন্ডিয়ান কিং কোবরা (King kobra)
ভূমিতে বসবাসকারী সাপের মধ্যে ৪র্থ বিষাক্ততম সাপ হল ইন্ডিয়ান কোবরা। ফিলিফাইন কোবরার পর এরাই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ। এর সাধারনত ৩.৫ মিটার থেকে ৫.৫ মিটার লম্বা হয়ে থাকে। এর পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে সবচেয়ে বড় হলেও এরা মানুষকে তুলনামুলক কমই কামড়ায়। এ সাপ ছোবলের ভয়ে অন্য বিষাক্ত সাপগুলোকে আক্রমন করে না। তবে অবিষাক্ত সাপই এদের অন্যতম প্রধান খাদ্য।
এর বেশি ক্ষুধার্ত হলে বিষাক্ত সাপকেও এমনকি নিজের প্রজাতির সাপকেও হজম করে। এরা জংলি প্রজাতির এবং সাপের খাদক হিসেবে পরিচিত। এরা ছোবলের সময় যেকোন সাপ থেকে বেশি বিষ নিক্ষেপ করে । স্ত্রী কিং কোবরা এর ডিমের চারপাশে বাসা বাঁধে। এর বাসার কাছাকাছি কিছু এলে এটি অস্বাভাবিক আক্রমনাত্নক আচরন করে। কিং কোবরা খুবই গভীল জঙ্গলের অধিবাসী।


০৬। রাসেলস্ ভাইপার (Russell’s Viper)
ভয়ংকর দর্শন এ সাপটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর বিষাক্ত সাপগুলো মধ্যে পঞ্চম। এটি খুবই রাগী ধরনের সাপ। সম্ভবত অন্য যেকোন বিষাক্ত সাপের চেয়ে এ সাপই মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে।
এটি কুন্ডলী পাকিয়ে থাকে এবং এত প্রচন্ড বেগে শিকারকে ছোবল মারে যে পালিয়ে যাওয়ার আর কোন উপায় থাকে না। এর বিভিন্ন প্রজাতি রয়েছে যারা খামার বাড়ি থেকে শুরু কলে গভীর জঙ্গল পর্যন্ত বিভিন্ন জায়গায় বসবাস করে। এরা সাধারনত ১ মিটার থেকে ১.৫ মিটার লম্বা হয়ে থাকে।


০৭। ব্লাক মাম্বা (Black Mamba)
আফ্রিকার আতংক এ সাপটি ভূমিতে বসবাসকারী সবচেয়ে বিষাক্ত সাপগুলো মধ্যে ৬ষ্ঠ। এরা আক্রমনের জন্য খুবই কুখ্যাত। এরা আফ্রিকার সবচেয়ে ভয়ংকর সাপ এবং সাধারন মানুষ এদের থেকে যথেষ্ট সম্মানের সাথেই দূরে থাকে। এটি শুধু প্রচন্ড বিষাক্তই নয় প্রচন্ড আক্রমনাত্নকও।
এর কামড় থেকে শিকারের বাঁচার সম্ভাবনা খুবই কম। এটি ভূমিতে বসবাসকারী সকল সাপ থেকে দ্রুত গতির এবং ঘন্টায় প্রায় ১৬ থেকে ১৯ কি.মি. যেতে পারে। এর বিভিন্ন প্রজাতিও খামারবাড়ি থেকে গভীর বন পর্যন্ত ছড়িযে ছিটিয়ে বাস করে। এ প্রজাতির সাপগুলো প্রায় ৪.৩ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।


০৮।হলুদ চোয়াল বিশিষ্ট্য টম্মিগফ (Bothrops Asper)
স্থানীয় ভাবে ফার-ডি-ল্যান্স নামে পরিচিত এ সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলো মধ্যে ৭ম বিষাক্ত। এরা প্রচন্ড রাগী ধরনের সাপ এবং সামান্য উত্তেজিত করলেও প্রচন্ড ছোবল মারতে পারে।
এ সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার খুবই বেশি।এ সাপের কামড়ে মানুষের দেহকোষ এত মারাত্নক ভাবে ধ্বংস হতে থাকে যে শরীরে পঁচন দেখা দেয়। সাধারণত কৃষি জমি এবং খামার বাড়িতে এদের দেখা যায়। এর গড়ে ১.৪ মিটার থেকে ২.৪ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।


০৯। মাল্টি–ব্র্যান্ডেড ক্রেইট (Multibanded krait)
এটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে ৮ম। সাধারন ক্রেইটের মত এরাও রাতের বেলা খুবই সক্রিয় হয়ে উঠে। এদেরকে সাধারণত জলাভূমিতে মাছ, ব্যঙ্গ বা অন্য সাপের সন্ধানে বের হতে দেখা যায়। এরা গড়ে ১.৮ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। চীন ও ফিজিতে এদের বেশি দেখা যায়।


১০। টাইগার স্নেক(Tiger Snake)
এরা ভূমিভিত্তিক পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে ৯ম। এরা অস্ট্রেলিয়া বসবাসকারী একধরনের সাপ যারা শরীর প্রচুর পরিমানে বিষ তৈরী করতে পারে। এদেরকে শুষ্ক অঞ্চল, তৃনভূমি, জলাভূমি, মানববসতি সব জায়গায়ই দেখা যায়। এরা সাধারণত ১.২ মিটার থেকে ১.৮ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।


সাপ থেকে নিজে বাঁচতে বা সাপের পথ রোধ করতে কি কি করতে পারেন ?
সাপ কে ধ্বংস করার পদ্ধতি আইন গত ভাবে সম্পূর্ণ অবৈধ বিধায় তা উল্লেখ করার প্রয়োজন নাই। তবে সাধারণত যদি কোন কারনে বারে বারে আপনার বাড়ির আঙিনায় সাপ চলে আসে তখন মনে করতে হবে, আসে পাশের কোথায় তার ভাল খাবার অথবা ডিম পেরেছে ( ব্যাঙ বা ইঁদুর ) । সে জন্য আপনার ঘরে যাতে সাপ না ঢুকে খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে রুমের চার পাশে ইদুরের গর্ত থাকলে তা বন্ধ করবেন এবং প্রয়োজনে রুমের চার পাশে কাচা রুসুন মিশ্রিত পানি বা পেইস্ট রাখলে এর কয়েক ফুট স্কয়ারে সাপ আসেনা ( প্রমাণিত ), তার পর ও যদি মনে ভয় থাকে তা হলে বাসা বাড়িতে কার্বলিক এসিড ব্যবহার করুন, দেখবেন এ দিকে সাপ আসবে না ( কার্বলিক এসিড ব্যবহার করার সময় খেয়াল রাখবেন অন্য কেউ যেন খেয়ে না ফেলে ), সাপ পাহারাদার হিসাবে সবচেয়ে বড় বন্ধু ঘরের বিড়াল এবং বাড়ির কুকুর, তাই যাদের ঘরে বিড়াল থাকে তাদের ঘরে সাপ ঢোকতে খুব কস্ট হয়, সে রকম যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়ির আঙিনা বা এর আশে পাশে সাপ আসা ও খুব কস্টের বিষয় । কেউ কেউ বাড়তি সতর্কতার জন্য ছোট পিন যোক্ত কাটা তারের ব্যাবহার কার্যকর বলে মনে করেন, আধুনিক পদ্ধতিতে রাতের বেলায় সাপ না আসার জন্য স্পারকিং স্পট লাইট সবচেয়ে ভাল কাজ করে ( সাপের ছায়া পরতেই তা জ্বলে উঠে বিধায় সাপ সেখানে আর আসবেনা । রাতে যাহারা গ্রামিন জনপদে বেশী চলা ফেরা করেন, তাহারা টর্চ লাইট ব্যবহার করা খুবই প্রয়োজন । সেই সাথে হাতে সামান্য কয়েক ফুট লম্বা চড়ি রাখা ভাল ( সাপ মারার জন্য নয় ) অন্ধকার রাতে হাটার সময় সাপ টর্চ লাইট বা পায়ের আওয়াজ শুনে রাস্থা থেকে নেমে পরে সত্য কিন্তু পরক্ষনে আবার যখন পায়ের তলার আওয়াজ তার পাশে আসতেছে শুনতে পায় তখন ঝাপটে ধরার সম্ভবনা থাকে, সে জন্য এই হাতের ছড়ি যদি হাটার সময় নিচ দিকে রেখে হাটেন তা হলে সাপ সেই ছড়ির মাতাকেই আঘাত করবে শ্ত্রু ভেবে বা এ রকম গ্রামিন জনপদের সবাই মারাত্মক আক্রমণ থেকে রেহাই পেয়েও থাকেন ।
অবশ্য কেউ কেউ রাতে হাটার সময় সাপ যে সব এরিয়ায় থাকে সেই এরিয়ার দিকে গেলে জোরে জোরে পা দাপিয়ে বা হাত তালি দিয়ে হাঁটেন, যাতে বাতাসে স্পন্দনে সাপরা টের পায় কেউ আসছে এবং তারা পথ থেকে সরে যায় । সেই যুক্তিও একেবারে খারাপ নয় । আগে পরীক্ষা না করে কোন অন্ধকার জায়গা, পাথরের ফাঁকা জায়গা বা গাছের ছিদ্রে হাত দিবেন না । যে কোন কারনে সাপ সামনে চলে আসলে নড়া চড়া না করে দাঁড়িয়ে থাকার চেস্টা করবেন এতে অনেক সময় সাপ তার নিজ পথে চলে যায় । পাথরের সাহায্যে কোন সাপ মারতে যাওয়া উচিত নয়। কারন এক্ষেত্রে সাপটি আকস্মিকভাবে জাম্প করে আপনাকে ছোবল মারতে পারে বা বিষ ছুড়ে দিতে পারে। বাড়ির আশপাশের এলাকা ইঁদুর ও ব্যাঙ মুক্ত রাখার চেষ্টা করবেন । বাড়ির আশে পাশে মাঠের ঘাস নিয়মিত ছেঁটে ছোট রাখলে অনেক সময় সাপ আসলে সবার চোখে পড়বে বিধায় সাপ দূরে থাকার চেষ্টা করে ।

তথ্য ও সূত্রঃ ইন্টারনেট ও বিভিন্ন সাপ বিষয়ক ওয়েবসাইট।

মন্তব্য ৫৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

শায়মা বলেছেন: এই পোস্ট দেখে কেউ কেউ ইন্নিনিল্লাহ হয়ে যাবে নির্ঘাৎ! আমিও যাচ্ছিলাম প্রায় ভাইয়ু!!!!!!!!! তারপর কোনোমতে চোখ বুজে ঢুকলাম!!!!!!!!!

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১

টোকাই রাজা বলেছেন: থাক আপনি চোখ খুলেন আপু ভয় নাই।

২| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

মানুষ হতে চাই বলেছেন: OOOOOOOO My God. B-) B-)

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২

টোকাই রাজা বলেছেন: কিতা হয়েছে ভাইজান :)

৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: আনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট। বিষাক্ত সাপ সম্পর্কে অনেক কিছু জানা হলো। ধন্যবাদ

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

টোকাই রাজা বলেছেন: জানাতে পেরে গর্বিত ধন্যবাদ। :)

৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

নুরএমডিচৌধূরী বলেছেন: ভয় পাইলাম
পোষ্টে ভয়ে ভয়ে ++++

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

টোকাই রাজা বলেছেন: ভয়ে দেওয়ার জন্য চরি। =p~

৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

শায়মা বলেছেন: আবার চোখ বন্ধ করে দেখতে আসলাম ভাইয়ু!!!!!!!!:(

কালো সাপটা বাপরে!!!!!!!!!

হলুদ সাপটা মারে!!!!!!!!!!!!

সবুজ সাপটা দাদারে!!!!!!!!!!!!

বেগুনী সাপটা চাচারে!!!!!!!!!!!!!:( :( :(

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

টোকাই রাজা বলেছেন: আপু এবার ভয় দুর হয়েছে তো? এটা সাপ রিভিউ.

৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১

কল্লোল পথিক বলেছেন: গুরত্ব পূর্ন পোস্ট বিষাক্ত সর্ম্পকে অনেক কিছু জানলাম। ধন্যবাদ।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

টোকাই রাজা বলেছেন: জানাতে পেরে গর্বিত ধন্যবাদ ভাইয়া। :)

৭| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার বাঘের চেয়ে সাপের ভয় বেশি। তার ওপর যে সব ছবি ও বর্ণনা .....। ও মাগো বাবাগো ।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

টোকাই রাজা বলেছেন: ভয় পাইছেন ভায়া!! B-)

৮| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

অতঃপর শুভ্র বলেছেন: মাইরালা

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬

টোকাই রাজা বলেছেন: :-B

৯| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: বাহ গুড|
খুভী< খুবই ইত্যাদি| এরকম কিছু আছে| ঠিক করে নিন|
সাপের পোস্ট, সিনেমা কিংবা টিভিতে ডুকুমেন্টারি টাইপ কিছু দেখলে চারিদিক সাপময় মনে হয়!

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

টোকাই রাজা বলেছেন: ইদানিং আমার পিসিটা খুবই সমস্যা দিচ্ছে, তাই ফ্রন্টে একটু ......
এখন ঠিক করে নিয়েছি। অশেষ ধন্যবাদ ভাই. :)

১০| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: তথ্যপূর্ণ পোস্ট। +

ব্লাক মাম্বা (Black Mamba) টারে পছন্দ হইছে। :)

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

টোকাই রাজা বলেছেন: ও মাগো কিতা কন? এই বিষাক্ত সাপ আপনের পছন্দ? :-*
+ দেওয়ার জন্য ধন্যবাদ :)

১১| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

আহমেদ জী এস বলেছেন: টোকাই রাজা ,



বেশ জানা হলো । খুব সুন্দর পোষ্ট । শেষের সতর্কীকরণ / সচেতনতার অংশটুকু পোষ্টের বাড়তি সৌন্দর্য্য ।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

টোকাই রাজা বলেছেন: আপনাকে ভাল লাগাতে পেরে গর্বিত ধন্যবাদ।

১২| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

ভ্রমরের ডানা বলেছেন: ভাই লিস্টে আমেরিকান ভাইপার আর র‍্যাটেল স্নেক নাই কেলা! এই দুই খান আমার ফেভারিট সাপ!


তথ্যবহুল পোস্টে ভাল লাগা জানিয়ে গেলাম।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

টোকাই রাজা বলেছেন: ভাই/বোন আমেরিকান ভাইপার আর র‍্যাটেল স্নেক বিষাক্তের দিক দিয়ে এই দুইটা ১১ ও ১২।
ভাল লাগার জন্য ধন্যবাদ।

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

কাউন্টার নিশাচর বলেছেন: সাপ কামড়ালে কি ব্যাথা হবে?

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

টোকাই রাজা বলেছেন: সব সাপ কামড়ালে ব্যথা করে না, তবে কিছু কিছু সাপ আছে কামড়ালে প্রচন্ড ব্যথা ও জ্বালাপোড়া করে।

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

গ্রিন জোন বলেছেন: ভয়ংকর পোস্ট হলেও অতি দরকারি ..ধন্যবাদ টোকাই রাজা

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

টোকাই রাজা বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১

তিক্তভাষী বলেছেন: সামুর সবচেয়ে বিষাক্ত পোস্ট!

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

টোকাই রাজা বলেছেন: তাই :P

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০

সুমন কর বলেছেন: চমৎকার তথ্যমূলক পোস্ট !! ভালো লাগা রইলো। প্লাস।

শেষের সর্তকমূলক কথাগুলো পোস্টকে অনন্য করেছে।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

টোকাই রাজা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। :)
আপনাদের মত বড় বড় মানুষদের পোস্ট ভাল লাগাতে পেরে নিজেকে অনেক (টোকাই) গর্বিত মনে হইতাছে।

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

আমি রুহুল বলেছেন: ভয়ংকর সুন্দর পোস্ট।
অনেক কষ্ট করে তথ্য কালেক্ট করেছেন বলে ধন্যবাদ ভাই।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

টোকাই রাজা বলেছেন: আপনাকেও কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। :)

১৮| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

কবি এবং হিমু বলেছেন: ভাই সাপের ছবিগুলো দেখেই তো ভয় লাগতেছে।জটিল একটা পোস্ট..

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

টোকাই রাজা বলেছেন: তাই কবি ও হিমুরা তো ভয় পায়না, :)

১৯| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:২২

আহসানের ব্লগ বলেছেন: ভয় পাইসি :-&

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

টোকাই রাজা বলেছেন: চরি B-)

২০| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১

আলম 1 বলেছেন: সুন্দরও দরকারি পোস্ট । ধন্যবাদ ।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬

টোকাই রাজা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২১| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

মামুন ইসলাম বলেছেন: অনেক গুরত্ব পূর্ন পোস্ট । বিষাক্ত সাপ সর্ম্পকে অনেক কিছু জানা হল ।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ পাশে থাকার জন্য। :)

২২| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

সুফিয়া বলেছেন: গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল পোস্ট। ভাল লাগল।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২০

টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ সুফিয়া :)

২৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ পোস্ট । সাপের ছবি দেখেই তো গা শিরশির করছে !!!

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

টোকাই রাজা বলেছেন: করাই কথা খুবই ভয়ংকর সাপ X((
ধন্যবাদ কস্ট করে পড়ার জন্য। :)

২৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

তানজির খান বলেছেন: বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও
বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও
বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও
বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও
বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও বাচাও

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫

টোকাই রাজা বলেছেন: ভয় পাইয়েন না দাদা, শহরের মানুষদের সাপও ভয় পায়, কামড় দেয়না। :)

২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

জুন বলেছেন: ভয়ংকর প্রানী সাপ :-&
আপনার পোষ্টকে ভয়াল করে তুলেছে টোকাই রাজা :-&
+

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭

টোকাই রাজা বলেছেন: হা জুন আপু পৃথিবীর কয়েকটা ভয়ংকর প্রানীর মধ্যে সাপ একটি।
ধন্যবাদ।

২৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

মুদ্‌দাকির বলেছেন: সাপকি বিড়াল কে ভয় পায়?

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮

টোকাই রাজা বলেছেন: হা সাপ বিড়ালকে প্রচুর ভয় পায়। X(

২৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উপরে সাপের ভয়ে একটা ভীতু মন্তব্য করেছি। এবার একটা সাহসী মন্তব্য করি। ডিসকভারি চ্যানেলে বেয়ার গ্রিলসরে কাঁচা সাপ খাইতে দেইখা আমারও খাইতে মুঞ্চায়। কিন্তু ওরে বাবা, না থাউক। B:-)

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩

টোকাই রাজা বলেছেন: খেতে পারেন নো প্রবলেম সাপের কাবার। B-)) B-))

২৮| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

বৈশ্বানর ভুজঙ্গ বলেছেন: অনেক আগে ব্লাক মাম্বা নিয়ে লিখেছিলাম, পড়ে আর লেখা হ্য় নাই। যাক দেখে ভাল লাগলো।

২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

টোকাই রাজা বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ :)

২৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

অগ্নি সারথি বলেছেন: হিস্ স্ স্ স্ স্ ............।

২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

টোকাই রাজা বলেছেন: B-) B-)

৩০| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১১

অামিবিডি১৯৭৬ বলেছেন: আর ৫টি বিসাক্ত সাপ এখান
https://www.bdstall.com/blog/113/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.