নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট বেলায় মা বলত তুই একটা খাম্বা তোরে দিয়া কিছুই হবে না।

টোকাই রাজা

ঘুমন্ত মানুষ গুলো যদি জেগে উঠে বলতো - আমি আছি

টোকাই রাজা › বিস্তারিত পোস্টঃ

ছবি কথা বলে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০০

১। হুদাই পার্ট লইয়া লাভ নাই, চিন্সো এবং বহুবার দেখছো, বুজছো কিছু?
ইনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাঁধেন আবার দেশের দেখাশোনাও করেন,
হুদাই সাদা চামড়া নিয়া ফডর ফডর করলে হবে না, আমি ডিম ভাজি ছাড়া কিচ্ছু পারি না...


২। কারোরই ঘরেতে ধান তোলবার আসেনি শুভক্ষণ-
তোমার আমার ক্ষেত ফসলের অতি ঘনিষ্ঠ জন ।--- সুকান্ত ভট্টাচার্য


৩। ধনে ধানে পুস্পে ভরা আমাদের এই বুসন্ধরা।


৪। রূপকথা


৫। বাস্তবতা


৬। উপমা


৭। অসুস্থ প্রতিযোগিতার বলি নিষ্পাপ শিশুরা।


৮। অন্তর লাল , গলিত মোম লাল ।
আমার ভক্তিও লাল।।আমার শক্তিও লাল!!


৯। আমিও এক সময় এইরকমই ছোট্ট ছিলাম। আমার মা'ও আমাকে ঠিক এই ভাবেই আদর দিতেন। আমার মনে নেই সে'কথা। মা'র কিন্তু মনে আছে। আমি জানি মা'র মনে আছে। বুড়ো হয়ে গেছে মা। ধীরে ধীরে অচল হয়ে যাচ্ছে শরীর। নিজের বাস্তবতা সামলিয়ে প্রতিদিন মা'র খোঁজও নেয়া হয়না। মা হয়তো মনে করেন আমার কথা, আমাদের সব ভাই বোনের কথা। তার হয়তো কখনো এক চিলতে হাসি আসে, আবার কখনো চোখের কোনে এক বিন্দু জল? মা, বলা হয়না তোমাকে, আমি তোমাকে অনেক ভালবাসি।


১০। ইনি ঢাকার বইপ্রেমীদের খুব চেনা এক শিক্ষিত ভিক্ষুক। কেউ অমর একুশে গ্রন্থমেলায় গিয়েছেন, কিন্তু ওনাকে দেখেন নাই - এমনটা সাধারণত হয় নাই। কালো রাস্তায় সাদা চক দিয়ে বাণী লিখে লিখে তিনি ভিক্ষা করেন।



১১। আর কখনো গোমরা মুখে দাঁড়াবে না জানালায়........হুম...


১২। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ধরে-
জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে !


১৩। কাকে যেন ভালবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলাগারদে আছে রমারায়...


১৪। ধুমপান মৃত্যুর কারন,কিন্তু কখনো কখনো ধূমপায়ীরাই মৃত্যুকে বাঁচিয়ে রাখে!


১৫। ওরা চা এর দোকানে আড্ডা জমাত,
ইটালির প্যারিস থেকে পিয়েতা কিছুই বাদ যেত না




বিঃদ্রঃ ছবিগুলো কিছু আমার নিজের তোলা, কিছু নেট থেকে সংগ্রহ করা।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: একজন সন্তান হিসাবে প্রথম ছবিটার ব্যাপারে বলি-
শেখ হাসিনা শুধু এই দেশের প্রধানমন্ত্রী না, একজন মা ও বটে!

বাকি গুলো অনেক ভাল লেগেছে!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

টোকাই রাজা বলেছেন: সহমত ধন্যবাদ সুন্দর মন্তবের জন্য।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: ভালা পাইলাম =p~

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩১

প্রামানিক বলেছেন: যা দেখাইলেন আর যা কইলেন কোনোডাই খারাপ না। ধন্যবাদ

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

টোকাই রাজা বলেছেন: আপনার কবিতাও কিন্তু.।.।.।.।.।.।.।.।.। :)

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

অন্তঃপুরবাসিনী বলেছেন: ছবিতে বাস্তবতা তুলে ধরেছেন।
৯ নং টা আবেগী করেছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ :)
আবেগে কি কাইন্দালাইছেন?????????? B-)

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।
প্রথম ছবিটি সব চেয়ে সুন্দর।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ :)

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ৯,১০ নাম্বার ছবি গুলা সবছেয়ে ভালো লাগল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

টোকাই রাজা বলেছেন: অশেষ ধন্যবাদ :)

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২০

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার ছবি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

মহা সমন্বয় বলেছেন: যিনি রাধেন তিনি চুল ও বাধেন প্রধান মন্ত্রী বলে কথা!!!

প্রতিটি ছবির ক্যাপশন গুলো জটিল হইছে।

১০ - ওই লোকটাকে অনেকদিন ধরে দেখি না আগে মাঝে মাঝে সংসদ ভবনের সামনে দেখতাম।

আর সবচেয়ে মাজা লাগছে ১৩ নাম্বার.. আনলাকি থারটিন এক্কেবারে মানানসই হইছে। =p~

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

টোকাই রাজা বলেছেন: হা আমি অনেক খুজেছি, কিন্তু এখন পাওয়া যায় না। ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.