![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমন্ত মানুষ গুলো যদি জেগে উঠে বলতো - আমি আছি
৯ জন কুত্তা জাপিয়ে পরেছে রিনুর উপর, ছিড়ে ছিড়ে খাচ্ছে কয়েক মিনিট প্রচণ্ড চিৎকার, এখন স্তব্ধ, কেউ শুনেনি।
শুধু তাকিয়ে আছে মার দিকে, চোখ গুলো লাল হয়ে গেছে, পানি ঝড়ছে না।
মার ডাকে নাকি আল্লাহর আরশ কেপে যায়?
কই আরশ তো দুরের কথা শুনছে না কেউ, সব শেষ।
মা কিছুই করতে পারছে না, তাকে যে বেঁধে রেখেছে। মার কিছু করার নেই… শুধু বলছে "বাবারা একজন একজন করে আসো মেয়েটা আমার মরে যাবে।" এককবার ভাবেন কতটা অসহায় হলে একজন মা এমন টা বলতে পারে?
রিনু ক্লাস টেনের ছাত্রী, জেএসসি তে গোল্ডেন পেয়েছে। মাকে কথা দিছিলো ডাক্তার হবে। বাবা ছোট বেলাই মারা গেছে।
শত দুঃখ-কষ্টের মধ্যে থেকেও মা মানুষ করছে রিনুকে।
কিন্তু আজ মাকে দেওয়া কথার প্রতিধ্বনি ফিরে আসেনি এখন ও । শে................................................।
রিনু যে স্কুলে পড়ে সেই স্কুলে চেয়ারম্যান এর ছেলে অরিনও পরে। প্রতিদিন স্কুলে যাওয়া-আসার সময় অরিন রিনুকে ডিস্টার্ব করত।
একদিন স্কুল থেকে ফেরার সময় পথ আগলে ধরে অরিণ, এক মুহূর্ত্যে প্রেমের প্রস্তাব দেয়।
রিনু মুখে থুথু দিয়ে চলে আসে।।
তাই আজ অরিণ এর বখাটে বন্ধুদের নিয়ে…
ঘঠনাটা কাল্পনিক, কিন্তু সমাজে প্রতিনিয়ত চলছে লজ্জা জনক কিছু দৃশ্য।।
প্রতিবাদ করাও এখন অপরাধ।। ঘঠনা ঘঠিয়ে বুক উঁচু করে ঘুরে বেড়াচ্ছে জানোয়ার গুলো। কেউ বলার নেই। আর লজ্জার কথা ভেবে পরিবার নিঃশ্চুপ।।
২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৮
টোকাই রাজা বলেছেন: পুরনো/জঘণ্য কাজ যে মানুষ বার বার করে, তাই পুরনো কথা বার বার লিখি। তাও যদি ওদের বোধগম্য হয়।
২| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
গেম চেঞ্জার বলেছেন: এইসব পশুদের চোখে লবণ ঢেলে, মেশিন কেটে ঐখানেও লবণ লাগিয়ে শাস্তি দেয়া উচিত।
২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৯
টোকাই রাজা বলেছেন: তাও মনে হয় পারফেক্ট হবে না।
৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৪
অগ্নি সারথি বলেছেন: ঘঠনা ঘঠিয়ে বুক উঁচু করে ঘুরে বেড়াচ্ছে জানোয়ার গুলো। কেউ বলার নেই। আর লজ্জার কথা ভেবে পরিবার নিঃশ্চুপ।
আর কত লক্ষ রিনুর আর্তনাদ হলে পরে, কেপে উঠবে ঐ বিধাতার আরশ!
২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪০
টোকাই রাজা বলেছেন: আর কত লক্ষ রিনুর আর্তনাদ হলে পরে, কেপে উঠবে ঐ বিধাতার আরশ! আমারও তো একই প্রশ্ন??? দিদি।
৪| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৫
প্রামানিক বলেছেন: সমাজে ঘটে যাওয়া অনেক অজানা বাস্তব চিত্র তুলে ধরেছেন। ধন্যবাদ
২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩
টোকাই রাজা বলেছেন: অামরা একটি অসভ্য সমাজে বসবাস করছি দাদা।
৫| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৯
মুজাহিদ অনিক বলেছেন: ইহাই আমাদের স্বাধীন বাংলাদেশ।সব চুপ
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪১
টোকাই রাজা বলেছেন: বিবেক যেখানে মরে যায়-
কবি হয়ে সেখানে বলো আর কি করা যায়!
বড়ো বড়ো কথা বলা বড়ো বেশি সোজা
ভেতর খোঁজে না কেউ; দেহে কালো মোজা।
কালোরাই রং মেখে হচ্ছে সাদা
সাদা যারা বাকি ছিলো তারা আজ গাধা।
ধন্যবাদ পাশে থাকার জন্য।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৩
বিজন রয় বলেছেন: পুরানো কথা আজ আবার বললেন!
মানুষ কি জঘণ্য!!