![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার, লেখক আসিফ মহিউদ্দিনের শরীরে ছুরি মারার অর্থ, যুক্তিবাদী চিন্তার লেখায় আরো ভীত হয়ে উঠছে শেয়ালগুলো। তবে শেয়ালেরা হেরে যাবে, নিশ্চিত। আসিফের সুস্থতা কাম্য আমার।
পণ্ডিত লেখক, রবীন্দ্রসঙ্গীতশিল্পী আবদুস শাকুর চলে গেলেন। আমার ইন্টার-বেলা থেকেই তিনি আমার প্রিয় লেখক। সরকারের প্রাক্তন সচিব এই 'গোলাপ সমগ্র'র রচয়িতার আমার সঙ্গে ক্বচিৎ সাক্ষাত হয়েছে। কথা হয়েছে একবার, হোটেল শেরাটনে ( বর্তমানে রুপসী বাংলা)।
আরেকজন তরুণ কবি, ঢা.বি. দর্শনের ছা্ত্র মাহমুদ হাছান কারওয়ানবাজারে চলতি ট্রেনের ধাক্কায় মারা গেল। মাহমুদকে আমি চিনতাম। ওর বাড়ি পাহাড়ি উপত্যকা খাগড়াছড়িতে, যা ওর মৃত্যুর পর জানলাম জামিলের কাছে। প্রচুর পড়ালেখার স্ফূরণ দেখেছি মাহমুদের মধ্যে। প্রথমদিন আলাপের পরই মনে হচ্ছিল আমার সঙ্গে একটা বড় বাহাস করতে চায়, তাই ওকে ভালো লেগেছিল। মরে গেল।
তরুণ কবির গন্তব্যই তো মৃত্যু...
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮
আমি ব্লগার হইছি! বলেছেন: প্রতিশোধ নাও কলম দিয়ে,বিবেকহীনকে বিবেক চিনিয়ে।