নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

সম্পর্কের বুনিয়াদই আমার বই উৎসর্গ করার ভিত্তি

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

যাকে যে বই উৎসর্গ করি, তাকে সে-বইয়ের একটা কপি দেওয়াটাই সৌজন্য। প্রথম বই উৎসর্গ করেছিলাম এক বৃশ্চিক রাশিকে। বৃশ্চিক রাশিকে সে-বইয়ের কপি দিতে পারিনি। দ্বিতীয় বই 'বাবা-মা-আকাশ-মাটি-দিগন্তকে উৎসর্গ করেছি। বাবা-মা'কে কপি দিতে পারলেও আকাশ-মাটি-দিগন্তকে সে-বইয়ের কোনো কপি দিতে পারিনি। এরপর অন্যান্য বই উৎসর্গ করেছি আহমদ ছফা, মুহম্মদ নূরুল হুদা, জাহিদ হায়দার, ধ্রুব এষ, শামীম শাহেদ, সাজ্জাদ শরিফ, রুবী রহমান, নবনীতা দেবসেন, ইমদাদুল হক মিলন, আনিসুজ্জামান, আবদুল্লাহ আবু সায়ীদ, বুদ্ধদেব দাশগুপ্ত, কামাল চৌধুরী, নির্মলেন্দু গুণ, বিপ্রদাস বড়ুয়া, শামসুজ্জামান খান, সৈয়দ শামসুল হক, হাশেম খান, সেলিনা হোসেন, শহীদুল ইসলাম রিপন, পারভেজ চৌধুরী, আহমাদ মোস্তফা কামাল, আলফ্রেড খোকন, নজরুল কবীর এবং এক বসন্তে অস্বাভাবিকভাবে মরে যাওয়া সুমনা মেহেরুনকে। মিলন ভাইকে বইটা দিতে পারিনি এখনো, বই বেরুনোর দুবছর হতে চলল। কলকাতার নবনীতা দেব সেন বা বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গেও আর দেখা হয়নি। কামাল চৌধুরীকে সম্প্রতি বই দিয়েছি কিন্তু বিপ্রদাস বড়ুয়াকে পেতে হলে তো যেতে হবে কমলাপুর বৌদ্ধবিহার, কখন যাব বৌদ্ধ মন্দিরে? রিপন, পারভেজ, মোস্তফা, খোকন ও নজরুলকেও বইয়ের কোনো কপি দিতে পারিনি।

ব্যক্তিগত সম্পর্কের বুনিয়াদই আমার বই উৎসর্গ করার ভিত্তি। কিন্তু একটা করে বইও প্রাপ‌্য, তাদের, যাদের যে বই উৎসর্গ করা হলো। যেমন, ২০০৮ এ বের হয়, 'নার্স, আমি ঘুমোইনি' উৎসর্গ করেছিলাম 'আমার কোলবালিশকে'। বুকের এতো কাছের সেই কোলবালিশকেও আমি আমার সে-বইয়ের কোনো কপি দিতে পারিনি...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

মাহী ফ্লোরা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.