![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের অন্যতম প্রধান দুই চিত্রশিল্পী কাইয়ূম চৌধুরী, হাশেম খান। দুজনেই আমার শিক্ষক, চারুকলা ইনস্টিটিউটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাডিকালীন সময়ে। গতকাল কবি কামাল চৌধুরীর জন্মদিনের অনুষ্ঠানে, বেঙ্গল গ্যালারিতে স্যারদের সঙ্গে দেখা। আমার প্রথম ছোটদের বইটা উৎসর্গ করেছিলাম হাশেম স্যারকে। হাশেম খান যথারীতি আমাকে দেখলেই তাঁর সেই একই প্রশ্ন, যা গতকালও করলেন, 'ভালো আছ? কোথায় কী করছ এখন এখন?'
কাইয়ূম স্যার আমার প্রথম বই, যেটা বাংলা একাডেমি থেকে প্রকাশ হয়েছিল, সেটার প্রচ্ছদ করেছিলেন। কাইয়ূম স্যারও আমাকে দেখে তার সেই একই কথা, 'শোনো, আমি কিন্তু তোমার ভক্ত, যেখানে যা লেখো, পেলেই পড়ি, খুব ভাল্লাগে।' নিজের শিক্ষকের মুখে প্রশংসা পেয়ে, আমার অবস্থা কী হয়? ওদিকে আরেকজন আছেন, শিল্পী শিশির ভাট ( ভট্টাচার্য), আমাকে দেখলেই যশুরে ভাষায় খোঁচা একটা দেবেনই। কারণ হয়তো, আমি কেন ছবি আঁকি না। আমার আরেক শিক্ষক, শিল্পী আবুল বারক আলভী। মুক্তিযুদ্ধের সময় বর্বর পাকিস্তানি সৈন্য দ্বারা টর্চার্ড। সদা হাস্য আলভী স্যার আর শহীদ আলতাফ মাহমুদ পাকবাহিনীর হাতে একই সঙ্গে ধরা পড়েছিলেন, স্যার মুমূর্মু অবস্থায় বেঁচে গিয়েছিলেন। শহীদ হলেন আলতাফ মাহমুদ, তাঁর অমর সুরকৃতি 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি...'গানটা ছড়িয়ে পড়েছে পৃথিবীর দেশে দেশে। তো আলভী স্যার আমাকে দেখলেই, তাঁর উক্তিও যথারীতি, 'লেখার পাশাপাশি আঁকা যায় না?'
বলেছি, 'যায়।'
'শুরু করো।'
করব...
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২২
অদৃশ্য বলেছেন:
প্রিয় শিক্ষকরা যখন এভাবে বলে তখন নিশ্চয় খুব ভালো লাগে আপনার...
এটা সুখের..
শুভকামনা...