![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগ ২০১৩
টোকন ঠাকুর
.................
সন্ধিক্ষণ পাড়ি দিচ্ছে সময়, সময়ের পাশে দাঁড়াও
সন্ধিক্ষণ পার করছে দেশ, তুমি দেশের পাশে থাকো
আমাকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছে সময়, দরিদ্র স্বদেশ--
আমি একে পাশ কাটিয়ে কবিতা লিখতে পারব না
নন্দনতত্ত্বের সংজ্ঞা মুখস্থ করি-না করি
আমি জানি, আমাকে প্রতিদিন মুক্তিযুদ্ধ করে যেতে হবে
বাবার কবরের দিকে, বিধবা মায়ের দিকে তাকিয়...
খ.
গোলাপ কখনো শুধু ফুলই শুধু নয়
গোলাপেও লেগে থাকে রক্ত, প্রতিবাদ
মানুষের বুকের মধ্যেও জমে থাকে গোপন আগুন
সে-আগুনে লুকিয়ে থাকে ভালোবাসা
সে-আগুন দাবানল হয়ে ছড়িয়ে পড়ে জনপদে
জনপদ এসে কেন্দ্রস্থিত হয় শাহবাগে
যখন, শাহবাগও নয় শুধু এক মহানগরীর ফুলের বাগান
শাহবাগ ছড়িয়ে দেয় আগুন
শাহবাগ ছড়িয়ে দেয় দাবানল
শাহবাগই হয়ে যায় ফুঁসে ওঠা বাংলাদেশ
ফলে আগুনবুকের মানুষ, মুক্তিকামী জনতাই
বিচার করবে দেশদ্রোহী দাঁতাল শুয়োরগুলোর
শাহবাগ সেই মন্ত্র শিখিয়ে দেয় আমাদের তারুণ্যকে
বাংলাদেশ, তোমাকে আমার মায়ের মতোই ভালোবাসি...
৬. ২.২০১৩
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
খুব সাধারন একজন বলেছেন: টোকনদাকে প্লাস।
*** প্রিয়, আপনি বুকের কষ্ট ঢেলে দিয়ে যে পোস্ট করেছেন, সেটাকেই ওরা অপপ্রচারের হাতিয়ার বানাচ্ছে। পোস্টের টপিকের বাইরে শুধুই কুৎসামূলক কথা। এই উদ্দেশেই হাজার হাজার নিক তৈরি করেছে ফেবু, সামু- এসব জায়গায়। বেঈমানকে কখনো সুযোগ দিতে হয় না। প্রয়োজনে লিস্ট রাখুন-
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ (এই লোকটা আপডেট নিউজের নাম দিয়ে আপনার পোস্ট থেকে লোক সরাবে। সবজায়গায় এক লিঙ্ক।)
আমি ভোরের আলো,
তন্দ্রামোহ,
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার,
মিষ্টি কথন,
বিডি ফুল,
বাংলার হুজুর,
কিতা ও বা,
শাকিলা জান্নাত,
কান্না হাসি,
আবিরু সাবীল,
আল মতিন,
সাইফ ভুইয়া,
ইবনে 'উমার,
রাইটসম্যান,
সরোজ রিক্ত... ***
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
টোকন ঠাকুর বলেছেন: Dhonnobad, Khub Sadharon Ekjon. Shalar shoitan der kaj-e khali Shoitani. Shoitan, kintu valo manusher vab dhore dhormokr use kore jaii...Abaro dhonnobad Apnake, Shoitander List debar jonno.
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
হরিপদ কেরাণী বলেছেন: সঠিক সময়ের সঠিক কবিতা। যে যেভাবে পারেন মানুষকে জাগান। জাগিয়ে তুলুন। ঐক্যবদ্ধ মুষ্ঠি দেখে দাঁতাল শুয়োর পালাবেই।