![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এরকম বসন্ত কখনো আসেনি আগে। প্রায় দেড়দশক শাহবাগে প্রাত্যহিক হয়ে আছি। প্রত্যহই রাত করে, শাহবাগভূমির মাটি কর্ষণ করে ঘরে ফিরি। বসন্তে যা যা দেখেছি পূর্বে, শাহবাগের রাস্তায় রঙ ছড়িয়ে যায় ছেলেমেয়েরা। ভালোবাসা উড়িয়ে যায় হাওয়ায়। কত বসন্ত আসে, কিন্তু এরকম বসন্ত কখনো দ্যাখেনি ঢাকা, কখনো দ্যাখেনি বাংলাদেশ।
এবারই 'বসন্তের বজ্র নির্ঘোষ' বাজছে, শাহবাগে। পহেলা বসন্তে চলমান আন্দোলনের মধ্যেই ভালোবাসা সম্পূর্ণ আত্মগোপনে ছিল, এই দাবি করব না। আন্দোলনের প্রতি ভালোবাসাটাই শেষপর্যন্ত প্রধান হয়ে উঠেছে এবার।
যদিও হাস্যকর, তবু একটা কথা বলি, কথাটার মধ্যে একটি সামাজিক-সাংস্কৃতিক রূপ-চিন্তা লুকিয়ে আছে। নয়ন ওর এক বন্ধুর কথা বলল। যে-বন্ধুর মোবাইল ফোনে তার প্রেমিকা একটি সিদ্ধান্তমূলক মেসেজ পাঠিয়েছে, 'তুমি একটা কাদের মোল্লা।'
©somewhere in net ltd.