নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

মানুষ কিছুতেই মনুষত্ব বিসর্জন দেবে না

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

সংখ্যাগরিষ্ঠের শক্তি দিয়ে সংখ্যালঘিষ্ঠ কোনো মানুষের ওপর প্রবৃত্তিগত বলপ্রয়োগ মোটেই ভালো মানুষের কাজ হতে পারে না। অন্যের অস্তিত্বের জন্যে হুমকিমূলক না হয়ে সহযাত্রীমূলক হওয়াটাই বেশি সুন্দর, বেশি শ্রদ্ধাভাজন, বেশি প্রয়োজন। সহিংস আস্তিক-নাস্তিক-হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান হওয়ার চেয়ে এ দুনিয়ায় অহিংস ভালো মানুষ হওয়াটাই বেশি জরুরী। যে মানুষ অন্য মানুষের মতের বিরোধিতায় গিয়ে সংখ্যাগরিষ্ঠের শক্তিসাপেক্ষে চড়াও হয় না, বরং শুধুমাত্র মানুষ--প্রজাতিগত এই বৈশিষ্টের জন্যেই পরস্পর পরস্পরের প্রয়োজনীয় সহযোগী হয়ে উঠতে পারে, সেই মানুষই ধার্মিক, সেই ধার্মিকই শ্রদ্ধা পাবার যোগ্য। সেই ধর্মই কাঙ্খিত।

একজন মানুষ হয়েও অন্য মানুষের জন্যে ভয়ঙ্কর হয়ে ওঠা, এ কেমন শিক্ষা? এ কেমন ধর্মপরায়ণতা? ধর্ম প্রশ্নবিদ্ধ হয়, এমন কর্মকাণ্ডই কি ধর্মের জন্যে ক্ষতিকর নয়? তাছাড়া মানুষের মনের বিশ্বাসের পাটাতন প্রায় তর্কাতীত, সূক্ষাতিসূক্ষ, খুবই অন্তরতম--তা নিয়ে উগ্রতার দিন পৃথিবী পার করে এসেছে। আজকের মানুষ ক্রমশ খারাপ হবার প্রতিযোগিতায় নেমে যাবে?



যে দাবিতে শাহবাগ মুখর, উত্তাল, বিষ্ফারিত, সেখানে ভয়ানক অস্ত্র আছে। নিউক্লিয়ার লেভেলের। অস্ত্রগুলো কি? সত্য হচ্ছে, শাহবাগ আন্দালনের প্রধান প্রধান অস্ত্র হচ্ছে শ্লোগান-গান-কবিতা-ছবি-আল্পনা-সিনেমা-প্রামাণ্যচিত্র-পতাকা-পোস্টার কিম্বা রাশি রাশি ফুলের পাপড়ি দিয়ে রাজপথে নকশা করে লেখা--যুদ্ধ। অস্ত্র হচ্ছে বিশ্বাস। বাংলাদেশের জন্যে ভালোবাসা লেখা হচ্ছে ভার্চুয়াল মানচিত্রে। সাংস্কৃতিক বিপ্লবের চেহারা কেমন জানি না, কিন্তু শাহবাগ মোমের আলোর মতো, বনের জোনাকির মতো আলো জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশে, বিশ্বেও। শাহবাগ প্রতিবাদের ইতিহাস ছড়িয়ে তারুণ্যে ঝলমল ফোয়ারার মতোন ফুটে ফুটে উঠছে। গান-শ্লোগান-কবিতা-ছবি-ভালোবাসা বা ফুলের পাপড়িগুলোই আগুন হয়ে উৎক্ষিপ্ত আজ, শাহবাগ থেকে দিকে দিকে।

শাহবাগকে দূর থেকে গালি দেন, এমন লোকেরা কি করছেন? কীভাবে দেখছেন? দেশের নানান জায়গায় কারা আগুন দিচ্ছেন, মসজিদ-মন্দিরে,বাস-ট্রেনে! কারা মানুষ হত্যাকে বৈধ করে দ্যাখে?

মানুষের মধ্যে কতরকম মানুষ। 'মানুষ পুড়ছে। বিশ্বব্রম্রাণ্ড পুড়ছে।' আমাদের লোকবহুল দরিদ্র দেশটা ছারখার হয়ে যাচ্ছে...।

কিন্তু না, বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াচ্ছে, মানুষ ঘুরে দাঁড়াতে জানে...সম্মিলিত মানুষ কিছুতেই মনুষত্ব বিসর্জন দেবে না, দিতে পারে না। দৃষ্টান্ত, শাহবাগ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

আকাশের অনেক রং বলেছেন: শাহবাগ আজ আমাদের মানুষ হতে শিখিয়েছে...
৭১ এর চেতনা আমার রক্তে আগুন জালিয়ে শিরায় শিরায় ক্রমশ প্রতিবাদী আওয়াজ তুলে বলে জয় বাংলা জয় বাংলা...

২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২৫

অবাক তুহিন বলেছেন: ভাল লাগল লেখাটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.