![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাইরে থেকে দেখে বোঝাই যায় না যে, ভেতরে শালমহুয়ার বাগান, ফুরফুরে বাতাস, সুনশান একটি জগৎ, আগারগাঁও 'বাংলাদেশ বেতার' এরিয়াটা। বেতার এরিয়ার ভেতরে ফুলবাগান, শালবাগান দেখে মনে হচ্ছিল, ঐ বাগানের ঘাসের উপরে গিয়ে কিছুক্ষণ বসে থাকি। দুপুরবেলার ভুরভুরে বাতাসে না হয় বাগানের ঘাসের উপর শুয়েই পড়ি। কিন্তু অফিসিয়ালি একটা কাজ থাকায় আজ দুপুরে আমি ঘাসে গিয়ে শুতে পারিনি। আরেকদিন পারব।
আগারগাঁও বেতার এরিয়ার মধ্যে ঢুকে মন খুব অন্যমনস্ক হয়ে পড়তে বাধ্য। এরকম চৈত্রের দিন, শালবাগান, বেতারে এসেও ঘুঘু ও কোকিল তাদের ডাক রেকর্ডিংএর ধারই ধারল না, শুধু ডেকেই চলল...আর ফুরফুরে বাতাস, শালবাগানের শিরশিরানি, ফাঁকা ফাঁকা পুরোনো কোনো দিন...কেমন যে লাগল আজ আগারগাঁও!!!
©somewhere in net ltd.