![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা কথাসাহিত্যের সফল ও সম্পূর্ণ নতুন কারিগর, জাদুবাস্তবতার কথক শহীদুল জহির ( ১৯৫৩-২০০৮)। হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যুর আগে তিনি সরকারের পার্বত্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে 'শহীদুল জহির সমগ্র'। গ্রন্থিত, অগ্রন্থিত ও অপ্রকাশিত রচনা, চিঠিপত্র, ডায়েরি, সাক্ষাৎকার, মূল্যায়ন, জীবনপঞ্জি এবং অ্যালবামসহ 'শহীদুল জহির সমগ্র' সম্পাদনা করেছেন মোহাম্মদ আবদুর রশীদ, প্রকাশক: পাঠক সমাবেশ। গ্রন্থের গায়ে লেখা, মূল্য ১৭০০ টাকা, ক্রয়মূল্য সম্ভবত ১৪০০ টাকা। প্রকাশক সাহিদুল ইসলাম বিজু জানালেন, 'যারা আগে শহীদুল জহিরের কোনো না কোনো বই কিনেছেন, তাদের জন্য আরো ২০০ টাকা ছাড়।'
'কাঁটা'র লেখক প্রয়াত শহীদুল জহির অমর রহে...
২| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: খুব ভাল হল। সামনের মাসে সংগ্রহ করবার ইচ্ছে থাকলেও দামের দিকটা ভেবে খানিকটা চুপসে ছিলাম আমরা দোঁহে। তাহলে তো ১২০০টাকাতেই হয়ে যাচ্ছে বলে একটু আনন্দ করতেই পারি।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ বিকাল ৫:০৩
কাফের বলেছেন: আমার প্রিয় একজন লেখক উনার ডলু নদীর হাওয়া এবং অন্যান্য গল্প আর জীবন ও রাজনৈতিক বাস্তবতা বই দুইটা পড়ছি মাত্র।
শহীদুল জহির সমগ্র অবষ্যই কিনবো
ধন্যবাদ