![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি, 'একবিংশ' সম্পাদক, ঢাবি ইংরেজি বিভাগের অধ্যাপক এবং সর্বশেষ ত্রিশাল কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি খোন্দকার আশরাফ হোসেন চলে গেলেন। একবিংশ তে লিখেছি আমি ৩ সংখ্যায়, আমার লেখার সূচনাকালে। এক সংখ্যায় ৪ টি কবিতা, এক সংখ্যায় ৭ টি কবিতা, ৭ বারের নামে ৭ টি সনেট এবং এক সংখ্যায় ১২ টা সনেট, ১২ মাসের নামে। ঢাবি-হলে থাকাকালেই স্যারের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক ছিল আমার, পরে সেই সম্পর্ক ভেঙে গেল অন্য এক কবি-সম্পাদকের চক্রান্তে। সেসময় আমি সেই চক্রান্ত প্রতিহত করবার সাধ্যে ছিলাম না। আমি সবসময় এ নিয়ে ব্যথিত ছিলাম। পরে একবার স্যারের কাছে চিঠি লিখে কলাভবনে তাঁর রুমে, দরজার নিচ দিয়ে চিঠিটা দিয়ে মীমংসার চেষ্টাও করেছি কিন্তু তার আর মীমাংসা হয়নি। আশরাফ স্যারের সঙ্গে দেখা হলেই আমি এরপর থেকে জড়তার মধ্যে পড়ে গেছি...
আজ খোন্দকার আশরাফ হোসেন বিদায় নিলেন। আজ তরুণ কবি শোয়েব সর্বনাম, সম্পাদক ও চিন্তক সাদ্দাম হোসেন এবং একটু আগে নির্মলেন্দু গুণের সঙ্গে কথা হলো কবির বিদায় প্রসঙ্গে...
কবি, শারীরিক বিদায় হলেও আপনি আমাদের মধ্যে থেকে গেলেন, আপনার লেখার ক্ষমতাতেই...স্যালুট আপনাকে
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪১
কুহক' বলেছেন: কবি, শারীরিক বিদায় হলেও আপনি আমাদের মধ্যে থেকে গেলেন, আপনার লেখার ক্ষমতাতেই...স্যালুট আপনাকে