নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

'ব্ল্যাকআউট' 'ব্ল্যাকআউট'

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৫৮

আজ থেকে (৩-৯ জুলাই) সমকালিন দেশীয় চলচ্চিত্র উৎসব ২০১৩ শুরু হলো, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে। উৎসবের আয়োজক বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। এই উৎসবে প্রদর্শিত হচ্ছে ২০০২ থেকে ২০১২ পর্যন্ত দেশে নির্মিত হয়েছে ৫৫০ বেশি ছবি থেকে উৎসব কমিটির বাছাই করা ২১ টি ছবি। আজ সন্ধ্যায় প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধান অতিথি ড. গহর রিজভী (মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা), বিশেষ অতিথি ছিলেন ঢা.বি. ভিসি আ.আ.ম. স. আরেফিন সিদ্দিক। ২১ ছবির নির্মাতাকে ক্রেস্ট ও উত্তরীয় দেওয়া হলো। ব্ল্যাকআউটের জন্য গলায় ক্রেস্ট ও উত্তরীয় পরতে হলো আমাকেও। এজন্যে ধন্যবাদ জানাচ্ছি শিল্পকলা একাডেমী ও ম্যুভিয়ানাকে।

আজ, একদা 'ব্ল্যাকআউট' হতে চাওয়া, 'ব্ল্যাকআউট' হয়ে যাওয়া সেই টিমের সবাইকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও অভিনন্দন। এই লগ্নে চরম ভালোবাসা জানাই তানভীর হাসান, রাহুল আনন্দ, তিনা, কফিল আহমেদ, ধ্রুব এষ, বাপ্পি আশরাফ,জুয়েনা ফেদৌস মিতুল, দাদু, বর্ষা, বিমল বাউল, সারা, জাহেদউদ্দিনসহ ছবির সকল পাত্রপাত্রীদের জন্য।

এই লগ্নে পরম ভালোবাসা জানাই চিত্রগ্রাহক-সম্পাদক, সামির আহমেদ (দেবশিশু), সঙ্গীত পরিচালক অর্ণব, আর্ট-গ্রাফিকস ডিরেক্টর আব্দুল হালিম চঞ্চল, অ্যানিমেটর চিন্ময় দেবর্ষি, স্থিরচিত্রগ্রাহক রিচার্ড রোজারিও, প্রধান সহকারি পরিচালক রাজীব আশরাফকে। সত্যি, 'ব্ল্যাকআউট' এর প্রথম ও অংশীদার প্রযোজক আমার বাল্যবন্ধু হুমায়ুন কবির এবং নামপ্রকাশে নিষেধাজ্ঞা আরোপকারী আরেক প্রযোজক, জনৈক আর্টিস্ট; তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

সহকারী পরিচালক রেজা ঘটক, জন রোমেল, রিচার্ড রোজারিও কী পরিশ্রমটাই না করে 'ব্ল্যাকআউট' হতে আমাকে দুর্দান্ত সাপোর্ট দিয়ে গেছেন।

ধ্রুব দা'কে কী জানাব, জানা নেই। 'ব্ল্যাকআউট'-এর বাংলা নাম 'মনে নেই'। নিয়মিত করে খুব শিগগিরই ছবিটা সাধারণ দর্শক শো-এর ব্যবস্থা করা হচ্ছে, এটি আশার কথা। তবে তার আগে 'সমকালিন দেশীয় চলচ্চিত্র উৎসব ২০১৩'-এর শেষদিন ৯ জুলাই বিকাল ৫ টায় প্রদর্শন করা হবে আমাদের প্রথম স্বপ্ন 'ব্ল্যাকআউট'।

শুভেচ্ছা সবাইকে, 'ব্ল্যাকআউট' হবার জন্য, 'ব্ল্যাকআউট' দেখার নিমন্ত্রণে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.