![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল ফোন হারালাম। এ তো দেখি একটা শোকাচ্ছন্ন ব্যাপার। মেমোরি কার্ডে অনেক পারিবারিক ছবি ছিল, সাম্প্রতিক পাহাড়-সমুদ্র ভ্রমণের ছবিও ছিল অনেক। নাম্বারগুলোসহ সব গেল।
রাত সাড়ে বারোটায় সেট হারানোর পর রাত দেড়টা পর্যন্ত ফোন করলেও পরে ওটা বন্ধ পাওয়া গেল, এখনো বন্ধ...
হঠাৎ করে মনে হয় চিঠিযুগের স্তব্ধতায় পৌঁছে গেছি। ডাকঘর-এর অমল-সুধা; পোস্টমাস্টার-এর রতন বা ডাক-হরকরার দিনুর কথা মনে পড়তেছে। একদা অপেক্ষা করতাম, ধরো 'রক্তকরবী'র নন্দিনীর কথাও মনে পড়া উচিৎ। নন্দিনী কখনো চিঠি লেখেনি...
২| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪
ঢাকাবাসী বলেছেন: আপনার জন্য সমবেদনা রইলো। পাবেননা এটা সিউর কারন এটা বাংলাদেশ। সকালে হাটতে গিয়ে বাজারের ১৫ টাকা দামের খালি ব্যাগ বাগানে রেখে হেটে এসে ব্যাগ আর পাইনি!
৩| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৫
সরকার আলী বলেছেন: বুদ্ধিমানের কাজ হলো মোবাইলের সমস্ত নম্বর অন্য কোথাও সংরক্ষণ করে রাখা। নতুবা আপনি প্রয়োজনীয় এমন কিছু নম্বর হারাবেন যা আর কোনদিনও পাওয়া সম্ভব হবে না।
৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:০০
মামুinসামু বলেছেন: সহমর্মিতা জানাই
৫| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৯
টোকন ঠাকুর বলেছেন: অাপনারা সাবধানে রাখবেন যার যার ফোন, এই শিক্ষা পাওঢা গেল
৬| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:০২
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: মাঝে মাঝে কিছু জিনিস হারাইলে খারাপ লাগে। কমদামি হলেও অনেক স্মৃতি থাকে
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২
সাইফুল বাতেন টিটো বলেছেন: ইস টোকন দা.....!!! এরপর থেকে সব সময় ছবি গুলো তাড়াতাড়ি ফেইস বুকে বা অন্য কোথাও দিয়ে রাখবেন। বিপদ কাটিয়ে উঠুন এই কামনা করি।