![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একসময় আমাদের দল 'নাট্যকেন্দ্র' প্রযোজনা করত 'হয়বদন'। তৌকীর ভাই নির্দেশক ছিলেন, জয়শ্রী কর করতেন পদ্মিনী। কপিল করতেন বাবু ভাই, শক্তিমান অভিনেতা। দেবদত্ত চরিত্রে নিয়াজ ভাই, কখনো তৌকীর আহমেদ নিজেই করতেন। হয়বদনে ইউসুফ হাসান করতেন অধিকারী মশাই, ইউসুফ হাসান ও মোশাররফ করিমকে আমার মানিক জোড় মনে হতো হয়বদন দেখে, সে-সময়। বেইলি রোডের গাইড হাউস বা মহিলা সমিতিতে বেশিরভাগ শো'এর সময় আমি গ্রিন রুমের দিকে ঘোরাফেরা করতাম, কখনো লাইট ডিজাইনার ও নিয়ন্ত্রক পঙ্কজ দা'র পাশে গিয়েও বসে থাকতাম। প্রতিটি শো'র আগে রিহার্সেল হতো দুদিন, তারিক ভাইয়ের বিজ্ঞাপনী অফিসে, মগবাজার-সিদ্বেশ্বরীতে। তারিক ভাই হচ্ছেন তারিক আনাম খান। তিনি করতেন নিজের নির্দেশনায় 'তুঘলঘ'। সেসব 'থেটার' করার দিন...
আচ্ছা, কন্নড়ের গিরিশ কার্নাড কি বেঁচে আছেন? হয়বদন, রক্তকল্যাণ, নাগমণ্ডল, যযাতি, তুঘলঘ...কী যে শক্তিশালী স্ক্রিপ্টিং, কার্নাডের। কোথায় থাকেন তিনি?
©somewhere in net ltd.