![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদ সংখ্যার লেখালেখি...
একটা সময় ঈদ সংখ্যায় লিখতাম। প্রায় সবগুলোতেই। তখন ঈদ সংখ্যা বেরই হতো হয়তো ২০/২২ টা। এখন এই সংখ্যা অনেক। এবং ক্রমশ, বছর বছর বাড়ছে। তাছাড়া সাম্প্রতিক প্রকাশনায় যুক্ত হয়েছে অনলাইন পোর্টাল। এদিকে এখন আমার লেখার সেই সার্বক্ষণিকতাও আর নেই। লিখতে ইচ্ছেই কমে গেছে। এর মধ্যেও, এবার যে কয়টাতে আমার লেখা আছে, তা প্রায় সবই এখন বাজারে, দোকানে দোকানে ঝুলছে। অনলাইন যা তা আকাশে উড়ছে।
ইত্তেফাক, সমকাল, সাপ্তাহিক ২০০০, অন্যদিন, বণিক বার্তা- সিল্করুট, লুক, বিডি নিউজ ২৪ অনলাইন, বাংলা নিউজ ২৪, চট্টগ্রামের পূর্বদেশ, আলোকিত বাংলাদেশ, এবং ৭১, চারবেলা চারদিক--এগুলোতে আমার লেখা আছে ঈদ সংখ্যায়। হয়তো পরে মনে পড়বে কিন্তু এ মুহূর্তে নাম মনে পড়ছে না এরকম কিছু কাগজ বা অনলাইনেও আমার লেখা থাকবে। আপনার ইচ্ছে হলে, পড়লে, খারাপ কি? না পড়লেও মন্দ কি?
২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৩
রাজীব নুর বলেছেন: একটু আগে অন্যদিন ঈদ সংখ্যাতে আপনার কবিতা টা পড়লাম। দারুন হয়েছে।
৩| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৬
নিষ্কর্মা বলেছেন: এইবারের ঈদ সংখ্যা কোনটা ভালো হয়েছে আপনার চোখে?
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১০
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ঈদসংখ্যা পেলে পড়ব