![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অ্যামেরিকা নিয়ে আমার প্রথম কবিতা
কোনোদিন আমি অ্যামেরিকা গিয়ে অ্যামেরিকা দেখিনি কিন্তু মার্কিন অ্যাম্বেসির সামনে ভোরবেলা ভিসার জন্য মানুষের লম্বা লাইন দেখে যে-কোনোদিন অ্যাম্বেসির রাস্তার ওই পারে চুপচাপ দাঁড়ায়ে যট্টুকু বোঝা যায় বুঝে গিছি অ্যামেরিকা কোন দিকে থাকে আর অ্যামেরিকা যাইতে গেলে কোন দিকে লাইন দিয়ে দাঁড়ায়ে থাকতে হয় খুব ভোরবেলা
২| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০৫
ইফতেখার ভূইয়া বলেছেন: গদ্য কবিতাও বলা যায়। হাত খুলে লিখে যান, সাফল্য আসবেই। শুভ কামনা রইল।
৩| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:২৪
অকপট পোলা বলেছেন: এটাও কবিতা যেমন মশা একটা পাখি!
৪| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫২
অলওয়েজ ড্রিম বলেছেন: অকপট পোলা বলেছেন: এটাও কবিতা যেমন মশা একটা পাখি![/sb
এই মন্তব্যটা জোস হইছে। এমনিতে টোকন ঠাকুরের কবিতা আমার ভাল লাগে। আমার ডায়রিতে তার কবিতা তোলাও আছে। কিন্তু ইদানিং তিনি পাখির নামে মশা দেখাচ্ছেন।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৩
খেয়া ঘাট বলেছেন: এটা কি কবিতা? আমার কাছে গদ্যের লাইনের মতো লাগলো।