![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেডিসিনের বদলে মিউজিক...
জ্বরের প্রতিষেধক হিসেবে প্যারাসিটামল, নাপা, এইচ প্লাস বা চলতি ফার্মেসি সার্ভিসের উপর থেকে এবার নির্ভরতা উইথড্রো করেছি। মিউজিক থেরাপিই বেশি কাজ করছে। আসলে গান-বাজনার উপরে চিকিৎসা নেই, আমার জন্যে তা আবারও প্রমাণিত। ফলে, এসডি বর্মণ, কৈলাশ খের, নুসরাত ফতেহ আলী, আজারবাইজান-ইরানিয়ান আসিক হাসান ইস্কান্দারি, বব ডিলেন, বিক্রম সিং-এর রবীন্দ্রসঙ্গীত, নেপালি উপত্যকার বাঁশি ও ঘণ্টা-মিশ্র ওঁঙ্কার, আফ্রিকান অজানা একশিল্পীর গান শুনতে শুনতে ঘুমাচ্ছি, ঘুমের মধ্যেও লো ভল্যুমে সিডি চলছে। ঘুম থেকে উঠেই ভল্যুমটা বাড়িয়ে দিচ্ছি। মাননীয়া জ্বর, গান-মিউজিক ছাড়া তোমাকে এ যাত্রায় আর কিছুই দিতে পারছি না। পোষালে তোমার পোষাক, নইলে যাও গা...
©somewhere in net ltd.