![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঋতুপর্ণ ঘোষের 'চিত্রাঙ্গদা' বাসনা
বাংলা একাডেমী থেকে সাহিত্য পত্রিকা 'উত্তরাধিকার' আগামী বিষ্যুদবার যে সংখ্যাটা বের হচ্ছে, আমার লেখা থাকছে। লেখার শিরোনাম, "ঋতুপর্ণ ঘোষের 'চিত্রাঙ্গদা' বাসনা"। লেখাটি চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষের অকালপ্রয়াণের পর 'অতঃপর ঋতুপর্ণ' স্মরণসভায় পঠিত। স্মরণসভার আয়োজক ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও মুভ্যিয়ানা ফিল্ম সোসাইটি। লেখাটি অনলাইন-এ মুদ্রণের জন্যে তরুণ কবি তানিম কবিরকে দেবার কথা ছিল কিন্তু কী একটা কাজে বাংলা একাডেমীতে গিয়ে 'উত্তরাধিকার' এর নির্বাহী সম্পাদক কবি সরকার আমিনের সঙ্গে দেখা, দেখা হলো তরুণ কবি পিয়াস মজিদের সঙ্গেও। পিয়াসই বলল, 'শিল্পকলায় ঋতুপর্ণকে নিয়ে যে লেখাটি লিখছেন, সেটা আমিন ভাইকে দেন।' আমিন ভাইও বললেন, 'হ, গদ্য দেন, কবিতাও তো ছাপা হচ্ছেই।' আমি দিয়ে দিলাম 'উত্তরাধিকার' এর জন্যে "ঋতুপর্ণ ঘোষের 'চিত্রাঙ্গদা' বাসনা"। তবে বাংলানিউজ২৪.কম এর জন্যে আরেকটা ফিল্ম নিয়ে লেখা লিখব, ভাবতিছি তানিম।
বাংলা কবিতা, মাইণ্ড কোরো না সখি, ফিরে আসব)
©somewhere in net ltd.