![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'রায়বেঁশে নৃত্য' দেখলাম, শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে। আয়োজক: শামীম আরা নীপার স্কুল, নৃত্যাঞ্চল।
ড. তরুণ প্রধানের নির্দেশনায় ঢাকা ও মেদিনীপুরের শিল্পীরা। রায় হচ্ছে রাজকীয়, বেঁশে বলতে বংশ। রায়বেঁশে নৃত্যের ধারা এসেছে মহাগুরু সদয় দত্তের অনুশীলনে। গুরু সদয় দত্ত অনুশীলিত কৃষিজীবী বাঙালির এই শৌর্যময় বীররসের নৃত্যধারা দেখে, ১৯৩০ সালেই রবীন্দ্রনাথ সোৎসাহিত হয়েছিলেন। তখন তিনি শান্তিনিকেতনে এই নৃত্যধারাকে চর্চা ও বিকাশে উদ্যোগীও হন।
ফটোগ্রাফি: সাহাদাত পারভেজ
©somewhere in net ltd.