নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

অসুখ ও নার্সের কবিতা

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৭

অসুখ ও নার্সের কবিতা



প্রেম একটা অসুখ, আমার অসুখ সেরে গেছে

মন ভালো হয়ে গেছে, স্বাস্থ্যও আগের চেয়ে ফুরফুরে

খাদ্যে রুচি ফিরে আসছে, ভ্রমণের নেশা জাগছে

নিজেকে নিজের এত ভালো লাগছে যে, নিজেকে নিজের

চুমু খেতে ইচ্ছে করছে, আদর করতে ইচ্ছে করছে;



মনে হচ্ছে, নিজের ওপরে সটান... নিজেই নিজের

বুকের ওপরে শুয়ে পড়ি, নিজেই নিজের ভেতরে প্রবেশ করি_

নিজেই নিজের ভেতরে গিয়ে দেখে আসি সেই বৃন্দাবালুচর

যেখানে রসের তরমুজ ফুটে থাকে

যেখানে সময় স্বপ্ন আঁকায় সময়ের ফাঁকে ফাঁকে



...আরও কত গল্প আছে, ছোট ছোট কথা আছে, তাকানো আছে

আঁকাবাঁকা অভিমান আছে, ভালো লাগার ভয়ানক ভঙ্গি আছে

অসুখ নেই বলেই কিন্তু এসব আমি ফিল করছি, নিজের সঙ্গে

ঘাসফড়িঙের মিল পাচ্ছি... আমিও একটা পুংটা পুংটা ফড়িং

মনে হচ্ছে, যে ছেলেটা আজ স্কুলে যায়নি, খুব দুরন্ত

পুরোটা দুপুর আমার পিছে ছুটে ছুটে আমাকে সে যেন ধরে নিয়ে যায়

কারণ আমি ফড়িঙের ভাই ফড়িং আমার অসুখ সেরে গেছে

দীর্ঘদিনের অসুখ



আর তুমি নার্স, নারী, তোমাকে আমি মনে রাখব

প্রেম একটা অসুখ, তোমার সেবা-শুশ্রষায় অসুখ ছেড়ে যায়!



(পূর্বে রচিত)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৩

ইকরাম উল হক বলেছেন: লেখায় ভালো লাগার ভয়ানক ভঙ্গি আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.