![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথায় যাচ্ছি? কি করছি আমি?
.........
দ্বিবার্ষিক এশিয়ান বিয়েনাল ভিজ্যুয়াল আর্টে বাংলাদেশ আয়োজিত সবচেয়ে বড় শিল্পকলা প্রদর্শনীর আসর। প্রায় ৪০/৫০ টা দেশের দুই-তিন শো শিল্পী-ভাস্কররা তাদের কাজ দিয়ে অংশ নেন। প্রদর্শনীর প্রধান গ্যালারি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা। দ্বিমাত্রিক ক্যানভাস, ত্রিমাত্রিক ভাস্কর্য-স্থাপনাসহ ইদানিং এ প্রদর্শনীতে লক্ষ করা যাচ্ছে ভিডিওগ্রাফির সংযোগ। এবার জাপানের এক শিল্পীর কাজ দেখলাম। ভিডিওগ্রাফি-স্থাপনা।। বিয়েনালে পুরষ্কৃত কাজ। দেখলাম।
চলমান ট্রেনের বগির মধ্যে বসে আছে কিছু মানুষ। ট্রেন ছুটছে, হয়তো কোথাও কোনো স্টেশনে দাঁড়াচ্ছে, কিছু লোক নেমে যাচ্ছে বগি থেকে, কিছু লোক উঠছে, ট্রেন আবার ছুটছে। কিছু লোক নামছে না, তারা হয়ত দূরযাত্রী। দূরযাত্রীদের একজন, খুব অস্থির দেখাচ্ছে তাকে। ইতিউতি করছে। তার অস্থিরতা দেখে অন্যযাত্রীরা তাকে লক্ষ করছে, আবার করছেও না। ট্রেন ছুটছে। হঠাৎ সেই অস্থিরমতি লোকটি হাউমাউ করে চিৎকার করে উঠল। অন্যেরা ঘটনা কিছু বুঝে উঠতে না-পারলেও লোকটিকে শোকগ্রস্থ মনে করে সান্ত্বনা দিতে তৈরি হচ্ছিল কিন্তু তার আগেই ক্রন্দনরত লোকটি একগাদা প্রশ্নবোধক চিৎকার ছুড়ে মারল: এ আমি কোথায় যাচ্ছি রোজ? যেখানে যাচ্ছি আমার কি সেখানেই যাওয়ার কথা? কি করছি? যা করছি আমার কি তাই করার কথা? প্রশ্ন করে আর তার চিৎকার বাড়তে থাকে। ট্রেন হয়ত কোসো স্টেশনে এসে পৌঁছয়, কেউ নামে, কেউ ওঠে। লোকটি নামে না। সে হয়ত কিছুক্ষণ তার সিটে চুপ করে বসে থাকে। ট্রেন ছাড়ে। লোকটি আবার, হঠাৎ সেই কাণ্ড শুরু করে। এভাবেই চলতে থাকে। কোথায় যাচ্ছি আমি? যেখানে যাচ্ছি আমার কি সেখানেই যাওয়ার কথা? কি করছি আমি? যা করছি আমার কি তাই-ই করবার কথা...ইত্যাদি
©somewhere in net ltd.