![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মালোপাড়ায় কমবেশি ১০০ পরিবারের বসবাস। আশপাশের গ্রামের মুসলমানদের সঙ্গে দুলাল বিশ্বাস, সুনীল সরকারদের পূর্বপুরুষদের সহাবস্থান শত শত বছর ধরে। কিন্তু সব কিছু উল্টে গেল ভোটের দিন। মালোপাড়ার শতেক ঘর হিন্দু পরিবার জানল, বহুদিনের চেনা মানুষই কত ভয়াল, নির্মম হতে পারে।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৫
পাঠক১৯৭১ বলেছেন: ফায়ারিং স্কোয়াড আসবে শীঘ্রই।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩০
মেহেদী হাসান+ বলেছেন: দেশটা মৌলবাদিদের কাছে বন্দি !!! এটাই মোক্ষম সময় প্রতিরোধের !
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: তীব্র প্রতিবাদ করছি
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫
মামুন রশিদ বলেছেন: তীব্র ঘৃনা জানাই ঐ সাম্প্রদায়িক বর্বরদের
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯
বোধহীন স্বপ্ন বলেছেন: এই ভয়ংকর খেলার শেষ কোথায়?
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫
মোঃ শিলন রেজা বলেছেন: অবশ্যই হাজারো ঘৃণা নিন্দা ধিক্কার তাদের কে যারা এ ধরনের ঘ্রিন্ন কাজ করেছে। সেই সাথে একটা বিষয় আমি তুলতে চাই তাদের কাছে যারা এই সব সংখ্যালঘু দের কে অভয় দিয়ে এই একপাক্ষিক নিরবাচনে ভোট দানে উতসাহিত করেছে কিন্তু ভোট টা নেওয়ার পড়ে তাদের কে যে মিনিমাম একটা সিকিউরিটি দেওয়ার কথা ভাবে নি তাদের কে ধিক্কার জানায়। শুধু ভোট টা তারা চাই কিন্তু তাদের সকল সমস্যা সিকিউরিটি দিতে চাই না। তাদের কে কেন এই জন্য দায়ি করা হবে না?
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮
শুঁটকি মাছ বলেছেন: এরা মানুষ না ।পশু!
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬
লেখোয়াড় বলেছেন:
কারা এরকম করে বা করছে বা করতে পারে তা আমরা সকলেই জানি। এরা নিজেদেরকে ধর্মের সবচেয়ে উত্তম সৈনিক বলে মনে করে। অথচ এরাই সবচেয়ে জঘণ্য আর ঘৃণ্য।
ধর্ম ও জাতির নামে যারা মানুষ মারে তারা কারা তা সবাই জানে।
তীব্র প্রতিবাদ জানাই। প্রগতিশীল. নিরপেক্ষ সবাইকে একজোট হওয়ার আহ্বান জানাই, এদরকে রুখতে হবে।
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯
শ্রাবণ জল বলেছেন: অমানুষ সব
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫
সকাল রয় বলেছেন:
বদলে না যেতে পারলে আর বাঙালী কেন?
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫
সকাল রয় বলেছেন:
বদলে না যেতে পারলে আর বাঙালী কেন?
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩
িজলশািন্ত বলেছেন: ..................... সবাই বিবেকহীন হয়ে যাচ্ছে.......এই জন্যে বলা হয় মুখ দেখে কি আর মানুষ চেনা যায়।
১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৬
HHH বলেছেন: যারা মনে করছেন একটি বিশেষ রাজনৈতিক দল "সংখ্যালঘু" দের পক্ষে কাজ করে, তাদের জন্য বলি,,, সেই বিশেষ দলটি সবচেয়ে বেশি সংখ্যালঘুদের ব্যবহার করেছে। কারণ ধর্মীয় সংখ্যালঘু যারা তারা অন্ধ বিশ্বাসের দরুন একদল অসুস্থ মস্তিস্ক রাজনীতিবিদদের খেলার পুতুলে রুপান্তর হয়েছেন।
একটু চিন্তা করলেই বুঝা যায় কারা সংখ্যালঘু নির্যাতনে সবচেয়ে বেশি লাভবান হন।
সনাতনি সম্প্রদায়ের কাছে আমার অনুরোধ, দয়া করে চোখের উপর থেকে দলীয় চশমাটা খুলুন আর দেখুন আপনাদের উপরে হামলা হলে কারা সবচেয়ে বেশি লাভবান হয়। একটি নির্দিষ্ট ইস্যু থেকে সারা দুনিয়ার দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিয়ে সবার কারুনা পাওয়া কাদের জন্য আজকের দিনে লাভবান হতে পারে?
আক্রান্তরা বলেছেন, ১০০০ লোক ৪/৫ ঘন্টা ব্যাপী তান্ডব চালালেও বারবার পুলিশকে ফোন করেও কোন রেসপন্স পাওয়া যায় নাই।
এটা ধর্মীয় কোন বিষয়ই না। এইসব যারা করছে তাদের কাছে নিজের ধর্ম আর নিজের সৃষ্টিকর্তার চেয়ে নিজের রাজনৈতিক দল আর নেতা অনেক বড়।
কাজেই দয়া করে ধর্মকে দোষারপ করবেন না।
যারা সত্যিকারের গণমানুষের রাজনীতি করেন তাদের আজকে দায়িত্ব নেওয়ার সময় এসেছে নিজ পাড়া-মহল্লা-জেলায় সংখ্যালঘুদের জান-মাল রক্ষার।
আর আমার মুসলিম ভাইদের বলবো, চলেন আমরা নিজ নিজ এলাকার সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব নিই। কারণ তারা নির্যাতিত হলে আমাদের বদনাম হয় বেশি।
১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
বেকার সব ০০৭ বলেছেন: যারা এ ধরনের ঘ্রিন্ন কাজ করেছে, এর তীব্র প্রতিবাদ জানাই এবং এদের কঠীন বিচার চাই
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ইশ! মানুষের বিবেক কোথায় হারালো