![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইমেলা গেলেও...
মেলার শেষদিন, সন্ধ্যায়। অর্বাক-বন্ধুদের সঙ্গে অাড্ডা দিচ্ছিলাম। মহিম, সৈকত, সিলভিয়াদের সঙ্গে। অাছেন শিল্পী শিশির ভট্টাচার্য। মেলা শেষ, মন খারাপ, তাই অামরা হাসাহাসি করছি। দেখি মৃদুল দা এদিকেই অাসছেন ঝর্ণার সঙ্গে। 'মৃদল দা' বলে ডাক দিতেই তিনি দুহাত বাড়িয়ে দিলেন, বুকের মধ্যে নিলেন। যেন বহুদিন পর দেখা, কিন্তু এটাই অামার মৃদুল দাশগুপ্ত'র সঙ্গে সরাসরি প্রথম দেখা। পরিচয় করিয়ে দিলাম, এই যে খোকন, অাপনার গৈলার পোলা, এই যে পারভেজ, এই যে শিশির ভট্ট, মনন, সিলভিয়া...
শিশির ভট্ট ছবি তুললেন ক্যামেরায়। বাংলাদেশের এই গুণী শিল্পীর সঙ্গে দেখা হলেই অামার ঝগড়া বেঁধে যায়। অাজও তা হলো। কিছুক্ষণ ঝগড়ার পর অাবার হাসাহাসি...
দেখা হলো বিভাসের সঙ্গে। ব্যাপক টাকা পয়সার হিসেব হলো সংবেদের পারভেজ ভাই অার অা.মো. কামালের সঙ্গে। রাশিদা সুলতানার সঙ্গে দেখা হতেই দেখে ফেললাম তার দাঁত, বললাম, দেখে, সন্ধ্যেটা সকাল হয়ে গেল মনে হয়। রাশিদারও সন্ধে সকাল হলো না কি অামার কথায়। এক ঝলক দেখা হলো-কথা হলো শাহাদুজ্জামানের সঙ্গে। দেখা হলো অাসাদ মান্নানের সঙ্গে। রেজার সঙ্গে। দেখা, অারো যে কত বন্ধুর সঙ্গে।
শুধু তুমি অার অামি, একসঙ্গে মেলায় ঘুরব একদিন, তা হয়নি। তুমি অাসোনি। বইমেলা শেষ।
কিন্তু বসন্ত এখনো যায়নি...
©somewhere in net ltd.