নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

সত্তুরোর্ধ রবীন্দ্রনাথের মতো দেখতে একজন যে-কোনো পেশার লোক অথবা অভিনেতা প্রয়োজন

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:২১

সত্তুরোর্ধ রবীন্দ্রনাথের মতো দেখতে একজন যে-কোনো পেশার লোক অথবা অভিনেতা প্রয়োজন



'রক্তকরবী'তে যে কি-না নন্দিনী, রবীন্দ্রনাথের উত্তমপুরুষে লেখা গল্প 'সুকুমার'-এ সেই হচ্ছে পুপু বা পুপেদি, ৯/১০ বছরের বালিকা। এই বালিকা হরণ হয়ে যাবে, রাবণ নয়, এক রাজপুত্তুর দ্বারা। রাজপুত্তুর-এর বয়সও বেশি না, ১০ সাড়ে ১০ বড়জোর। হতে পারে, সত্তুরোর্ধ রবীন্দ্রনাথ বালিকা পুপেদির জন্যে বালক রাজুপুত্তুর হিসেবে সুকুমারকে দাঁড় করালেও অাড়ালে নিজেই ঘাপটি মেরে অাছেন। স্বপ্ন-কল্পনা-মগ্ন-বনে-বনে হাঁটাহাঁটি করেছেন। ফুল্ল-কুসুম দোলায় দুলেছেন। বালিকাকে কী যেন বলতে চেয়ে বলার অাগেই ভুলেছেন।

কত যে প্রশ্নের বুদ্বুদ, পুপুর, সুকুমারের; সত্তুরোর্ধ রবীন্দ্রনাথ এই বালক-বালিকার প্রশ্নের উত্তর দিয়ে চলেন, ভুলিয়ে-ভালিয়ে কিছু উত্তর ওদের দুজনের কাছ থেকেও বের করে নেন, এর মধ্যেই ঢুকে পড়ে মহাভারতের অংশবিশেষ--এরকমই গল্প নিয়ে 'রাজপুত্তুর' ছবিটা, নির্মাণের অপেক্ষায়। অারো কিছু চরিত্র অাছে 'রাজপুত্তুর'এ' যারা কি না সবাই ১৯৩০ সালের দিকের মানুষ, নানান বয়সী, বালক-যুবতী-বৃদ্ধা-বৃদ্ধা ইত্যাদি...



এখন, প্রথমত, প্রতিকৃতি-চেহারায় সত্তুরোর্ধ একজন মানুষ খোঁজার পালা, পেলেই, তাঁকে দিয়ে রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করিয়ে নেয়া যাবে।

সারা বাংলাদেশ খুঁজে নিশ্চয়ই পেয়ে যাব, কী বলেন?



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:৫৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: রবি ঠাকুর এর চেহারার ছাপ কবি নির্মলেন্দু গুণ এর সাথে অনেকটা মিল আছে।

২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:০৪

পাঠক১৯৭১ বলেছেন: জীবিত, না মৃত?

৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১ম কমেন্টের আইডিয়াটা দারুণ। কবি নির্মলেন্দু গুণই এ ব্যাপারে আমার ১ম চয়েস। কবি মহাদেব সাহাও হতে পারেন। আবদুল্লাহ আবু সাইয়ীদ স্যারও হতে পারেন। এ চরিত্রে বিখ্যাত কাউকে রূপায়িত করা হলে তার তাৎপর্যও অনেক গুণ বেড়ে যাবে।

আরও আছেন- কবি মুজিব মেহদী হতে পারেন। আপনিই বা নন কেন?

শেষ পর্যন্ত আবুল হায়াত বা আসাদুজ্জামান নূরই হয়তো সহজলভ্য হবেন।

ছবির জন্য শুভ কামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.