![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অাবার
যেখানে অামি থাকি
সেখানে অামি থাকি না
ঈগলের সঙ্গে উড়ি
কিন্তু অামি পাখি না
অাবার
যেখানে অামাকে দেখা গেছে
সেখানে অামি ছিলাম না
যেভাবে যা দেবার কথা
তাও মনে হয় দিলাম না
যা নেবার কথা, নিলাম না
তাছাড়া
যার জন্যে শৃঙ্গ ছুঁই
তাকেই ছুঁতে পারি না যে
এত শব্দ, এত বাদ্যবাজনা
কোন সুরে শ্বাসপ্রশ্বাস বাজে?
অাবার
অাবার, অাবার কি?
অাবারের কি শেষ নেই?
অাবার বলব, দেয়ালের ওপাশে তুমি থাকো
কিন্তু ভালোবাসার কোনো দেশ নেই
©somewhere in net ltd.