![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জানা হবে নদীদের ভাষা
শীতলক্ষ্যাও কথা বলবে অামাদের সঙ্গে
অামরা বলব, 'নদী তুমি স্বাধীন, বলো বলো
নদী তোমার জলপ্রবাহিত দৃশ্যের বাইরের কথা বলো
বলো, কে তোমাকে কি দিয়েছে, বলো?
কে তোমার কি নিয়েছে বলো?
কে তোমাকে দখল করেছে, বলো?
অার শীতলক্ষ্যা, ত্বকীকে তোমার মনে অাছে কীনা, বলো?
ত্বকীকে কারা হত্যা করেছে, বলো?
ত্বকীকে কেন হত্যা করেছে, বলো?
সেদিন একটি দিনকে কেন গুম করা হলো, বলো?
নদী, তোমার ইতিহাস তুমি বলো
'স্বাধীনতা শব্দটি কী করে অামাদের হলো', তা অামরা জানি
'স্বাধীনতা' যদি শব্দের বাইরে অাসে কোনোদিন
অপেক্ষায় থাকলাম, শীতলক্ষ্যা, তুমি ভাষা পাবে, জানব--
এতদিন তোমার বুকে কারা কী ডুবিয়ে দিয়েছিল
কারা কী লুকোতে চেয়েছিল, বোলো
ত্বকীর কথাটি বোলো...
©somewhere in net ltd.