![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিটিং এ মাইলস্টোন
নাম না-জানা কোনো ভোরের নদী। নদীর অাবার নাম কি? তীরে তীরে বাঁধা সারিসারি নৌকো। 'পুবদিকে শাদা করোটি রঙের অালো'। সানাই বাজছে। কার শ্বাস-প্রশ্বাস সুর হয়ে মিলিয়ে যাচ্ছে দিগন্তব্যাকুল চরাচরে?
সানাই শুনলেই তো বিহারের ডুমরাও রাজ্যের রাজ সঙ্গীতজ্ঞের কথা সামনে অাসে, সুরের ঝালোরে দীপ্যমান হয় 'ওস্তাদ বিসমিল্লাহ খান'। ওস্তাদ বিসমিল্লাহ খানের সঙ্গীত গুরু ছিলেন প্রয়াত আলী বকস্ বিলায়াতু। তিনি ছিলেন বারাণসীর বিশ্বনাথ মন্দিরের সানাই বাদক। ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব ছিলেন অত্যন্ত ধার্মিক একজন শিয়া মুসলমান। তবে তিনি জ্ঞানের দেবী স্বরস্বতীরও পুজা করতেন। এই বাদনশিল্পীর উপরে নির্মিত দেড়ঘণ্টার প্রামাণ্যচিত্র 'মিটিং এ মাইলস্টোন'। নির্মাতা, গৌতম ঘোষ। ফটোগ্রাফিও ঘোষের। অায়ান রশীদ খানের সঙ্গে যৌথভাবে স্ক্রিপ্ট করেছেন পদ্মাপাড়ের জিন গৌতম ঘোষ। 'মিটিং এ মাইলস্টোন' প্রামাণ্যচিত্রে ওস্তাদ বিসমিল্লাহ খানের মুখোমুখি বসে তাঁকে কথা বলতে উসকে গেছেন অায়ান রশীদ খান। অায়ানের কমেন্ট্রিও যুক্ত হযেছে ছবিতে। সর্বোপরি, 'মিটিং এ মাইলস্টোন'এ মেলে ভরপুর সানাই...সানাই...যতই শ্বাস-প্রশ্বাসের কথা বলি,বিসমিল্লাহ খানের সানাই যেন পাঁজর ভেঙে কোথায় নিয়ে যায়, যেখানে এ-সুর ছাড়া যাওয়া যায় না...অাহা
©somewhere in net ltd.