![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিলবোর্ডে লেখা কবিতা ১৫
টোকন ঠাকুর
বিধবারা এমন কিনা!
বর্ষার জল শুধু ফটোগ্রাফি হয়ে থাকে
নিঃশব্দে নামতা পড়ে স্মৃতি--
একদিন মেঘ কত বাড়াবাড়ি করেছিল
একদিন সূর্যকে ঢেকে দিয়েছিল
বিধবারা এমন কিনা-- পদ্মা ও যমুনার মতো!
চর পড়ে যাওয়া বুক, ধুকপুক ধুকপুক করে
সোয়ামি মেঘের অাদর না-চাইলেও মনে পড়ে
অাজ না-হয়
ঝড় অাসুক, একটুখানি বৃষ্টি তো থাকে ঝড়ে?
২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩১
প্রিয় সবুজ বলেছেন: কবিতার টপিক বেশ ভালো লাগলো । আমি নতুন এখানে , ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বাহ। +++
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো পুরো কবিতাখানি । তাদেরকে তাদের মত থাকতে দিন কবি। তাদের ভাললাগা মন্দলাগাগুলো নিতান্ত তাদেরই -----তবে কেউ যদি তাদের পাশে দাঁড়ায় একান্ত আপন ভেবে সে ভিন্ন কথা ------
আপনার কবিতার প্রতিটি বাক্য আমার ভাল লেগেছে
শুভকামনা ----