![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিচ্ছি
'স্বরচিত সমুদ্রের কবিতা' লিখে অামিও গর্জন তুলেছি
অামিও অনেক ঢেউ ধরে ধরে তীরের বালিতে ছুড়ে মেরেছি
হয়তো তুমিও লাফিয়ে পড়েছ জলে, নোনা ঢেউয়ের ওপরে
দূরে, বহির্নোঙরের জাহাজের সান্ধ্যছবি জ্বলে উঠলে, সন্ধ্যায়
জলের ওপর এই কবিতায় চন্দ্রকিরণ থাকতে পারে, ভেবেছি
ভাবলেও, সব ভাবনা তো লেখা যায় না, অামিও লিখিনি
তবে, সমুদ্রের নির্ঘুম জীবন দেখে দেখে কবিতাও নির্ঘুমপ্রিয়
জীবন পেয়েছে এবং ব্যক্তিগতভাবে অামার মাথায় লোড দিয়ে গেছে--
'অার কারা ঘুমোয় না, খুঁজে-খুঁজে, লিস্ট করে তাদের পাহারা দে...'
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৩
নিরব পাঠকং বলেছেন: তবে, সমুদ্রের নির্ঘুম জীবন
দেখে দেখে কবিতাও নির্ঘুমপ্রিয়
জীবন
পেয়েছে এবং ব্যক্তিগতভাবে অামার
মাথায় লোড দিয়ে গেছে--
'অার কারা ঘুমোই না, খুঁজে-খুঁজে,
লিস্ট করে তাদের পাহারা দে...'
বাহ