| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্মাণের ৮ বছর পর 'ব্ল্যাকঅাউট' নিয়ে কত কথাই অাজ স্মৃতি। শুধু কি স্মৃতি? ইতিহাসও বটে। ২০০৬ সালে কীভাবে এই ছবি নির্মাণ হয়, 'ব্ল্যাকঅাউট' নিয়ে যারা লিখেছেন নানান সময়ে, সেই লেখা ও 'ব্ল্যাকঅাউট' স্ক্রিপ্ট কিছু স্টিল নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে এবং এ ছবি অানুষ্ঠানিকভাবে 'ইউটিউব ওয়ার্ল্ড রিলিজ' করা হবে। দীর্ঘসময়ে যারা ছবিটি দেখতে চেয়েছেন কিন্তু দেখার সুযোগ হয়নি, তারা ইন্টারনেটে ছবিটি দেখতে পাবেন। অানুষ্ঠানিকভাবে ঢাকার কোনো থিয়েটার হলে ইউটিউব থেকে প্রদর্শনীও করা হবে...
অপেক্ষায় থাকুন, 'ব্ল্যাকঅাউট' অাপনার মুখোমুখি হবে শিগগিরই
©somewhere in net ltd.