![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অাঁকড়ামো
যখনই অাঁকড়ে ধরতে চেয়েছি, তরু, তখনই তুমি পাখি হয়ে যাও। তখন তোমার পাতাগুলোই মেলে দেয়া ডানা, তখন তুমি স্থির অপেক্ষা সঞ্চরণশীল। তখন তোমার দুএকটি খসে যাওয়া পালক হাওয়ায় উড়ে যায়। উড্ডীন পালকের দিকে লক্ষ রেখে, ফের ভাবি, এবার একটি পালক অামি কুড়িয়ে নিতে চাই। ওহ তোমার পালক, তখন তোমার পালককে অামার মনে হয় ছোটবেলায় হারিয়ে ফেলা ঘুড়ি। ইচ্ছে-স্বাধীন উড়ে-উড়ে, পালক গিয়ে পড়ে নদীর ওপরে...অামি নদীর দিকে তাকিয়ে থেকে ভাবি, নদী, তোকেই অাজ ধরে নিয়ে যাব, ঘরে নিয়ে যাব। দুহাত মেলে নদীকে অাঁকড়ে ধরি। কিন্তু নদী কোথায়? এ তো শুধু জল, গড়িয়ে যাওয়া স্রোত, বড়জোর চিত্রকল্পের ঢেউ। তবু ঢেউ কি অার কেউ? কীভাবে তাকে অাঁকড়ে ধরা যায়?
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৪ রাত ১১:৩৬
এহসান সাবির বলেছেন: বেশ!
পোস্ট দুইবার আসছে।