![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসলে এই কষ্ট হয়। সব কিছুর মধ্যে থেকেও এরকম 'পৃথিবীতে কিছুই নেই অার' ধরনের অনুভূতি ভাসমান থাকে। ভালোবাসার পরাজয় কে দেখতে চায়? ভালোবাসারা ব্যর্থ হলে কেউ মানতে পারে? কেমন লাগে, যখন সামনে দাঁড়িয়ে দেখতে হয়, ভালোবাসা কাঁদছে, কেন না সে পরাজিত। হয়তো সে হেরে গেছে। একটু পরই তাকে চলে যেতে হবে। ফিরে যেতে হবে। যাবার সময়, অাহারে...এ কিন্তু মানতে খুব কষ্ট যে, 'কিলানতো' ভালোবাসা নত মুখে ফিরে যাচ্ছে। ভালোবাসলে, যোগ্যতার প্রশ্নটি হয়তো টোন ডাউন হয়ে যায়--এখন কী করা! ভালোবাসলেই এরকম হয়। মানুষ ভালোবাসতে চায়। চাবেই। এ তার জন্মের দোষ। দোষ কিম্বা অভ্যাস। অভ্যাস অনুশীলন করতে করতে দিন যায়, রাত যায়। 'অপেক্ষা' নামক একটা ব্যাপারও ঘটতে থাকে মনের মধ্যে। একদিন ভালোবাসা ফিরবে, যোগ্যতা প্রদর্শন করে সে পেরে দেখাবে--হয়তো এরকমই।
হলুদ জার্সিগুলো ফিরে গেছে, পরাজিত হয়েই। যারা এই হলুদকে ভালোবেসেছে, তাদের কষ্টটা কে বুঝবে? ভালোবাসার কষ্ট ভেতরে ভেতরে কীরকম কাঁদায়, তা কি কোনো ডিটেক্টটরে ধরা পড়ে? 'হলুদেরা অাবার ফিরে অাসবে, দেইখো, সেদিন অামি হাসব।' এরকম ভাবনা মাথায় রেখে ঘুমই নেই ঠিকঠাক! এরপর, নীল-অাকাশমুখি জারসিগুলোকে যারা ভালোবাসল, দেখল, ভালোবাসা পরাজিত। কষ্ট অাটকে যাচ্ছে গলায়, চোখের কোণে। মানা যাচ্ছে না যা, তাই-ই মানতে হচ্ছে। ঘুম হয়তো হচ্ছে এরপর থেকে, কিন্তু ঘুমের মধ্যে ব্রেইন দুঃস্বপ্ন দেখছে। মনে হচ্ছে, মেসিরা তিনটা গোল মিস করল কেন? অাসলে হইছে কী...রণজিৎ দাশের সেই লাইনটা মনে পড়ল, 'প্রতিটি বিচ্ছেদ থেকে একলক্ষ অংক উড়ে অাসে'।
অাচ্ছা, এবার একটা কথা বলি। জার্মানির দোষটা কোথায়? জার্মানি তো ভালো ছেলে। যোগ্য। জাহাজি লোহা-লক্কড়ের কারখানাও অাছে বাপের। গায়গতরে খাটতে পারে। সহজে হাঁপায় না। তো জার্মানি জিতলে দোষ কোথায়? 'উম...দোষ হয়তো নেই কিন্তু অামি তো ভালোবাসি হিমু ধরনের ঐ হলুদ ছেলেটাকে। ওরা গরিব হতে পারে, কিন্তু মন কাড়া ভালোবাসা ওদের মতো কি দিতে পারে মার্কলের ছেলেরা? একথা বলতে পারে রুপা, কেন না এই বর্ষায় একদিন বিকেলে নীল শাড়ি পরে রিকশায় ঘুরতে বেরুনো সে অার কী চায়? উত্তর কি--একটা কদমফুল? নীল-অাকাশি ছেলেটার মুখ নিয়ে অার কি বলব? বাংলার এক মেয়ে তাই লিখেছে, 'মেসি, ওর মুখে এত মায়া কেন?' এই প্রশনের উত্তর দিতে পারবে স্টেফেন হকিংস? ভালোবাসলে এমনই হয়...ভালোবাসলে এই কষ্ট হয়। সব কিছুর মধ্যে থেকেও এরকম 'পৃথিবীতে কিছুই নেই অার' ধরনের অনুভূতি ভাসমান থাকে। ভালোবাসার পরাজয় কে দেখতে চায়? ভালোবাসারা ব্যর্থ হলে কেউ মানতে পারে? কেমন লাগে, যখন সামনে দাঁড়িয়ে দেখতে হয়, ভালোবাসা কাঁদছে, কেন না সে পরাজিত। হয়তো সে হেরে গেছে...(এ কী! স্ট্যাটাস তো পুনঃপ্রচার শুরু হয়ে গেল!)
সরি, ভালোবাসলে এমনই হয়। একই কথা বারবার মনে পড়ে। 'ও অমন করে তাকাল কেন? ওর কি খুব কষ্ট হচ্ছিল?' এরকম ভাবতে ভাবতেই নিঃশব্দে নিজের চোখ ফেটে যায়। সরি। ভালোবাসা এমনই। হয়তো তা হদুদ জার্সির মতো, নীল-অাকাশি স্বপ্নের মতো...
২| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪১
একজন আবীর বলেছেন: ভাল বলেছেন, ভালবাসা যে এমনি
৩| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
আরজু মুন জারিন বলেছেন: ভালোবাসা এমনই জানেন ই তো
ভালোবাসলে এই কষ্ট হয়। সব কিছুর মধ্যে থেকেও এরকম 'পৃথিবীতে কিছুই নেই অার' ধরনের অনুভূতি ভাসমান থাকে। ভালোবাসার পরাজয় কে দেখতে চায়? ভালোবাসারা ব্যর্থ হলে কেউ মানতে পারে?
মেনে নেন। কি আর করবেন। জানেন ই তো.। ভালবাসা এমন ই।
৪| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
আরজু মুন জারিন বলেছেন: ধন্যবাদ ঠাকুর জ্বী মূল্যবান লেখার জন্য। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৮:০০
হরিণা-১৯৭১ বলেছেন: হাউকাউ