![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বকাপ ফুটবলে জার্মানি চ্যাম্পিয়ন হওয়ায় গতকাল সোমবার রাতে এলাকাবাসীকে ভূরিভোজ করিয়েছেন কুড়িগ্রামের এক জার্মান-ভক্ত। তাঁর নাম মিজানুর রহমান। তিনি পেশায় কৃষক। প্যান্ডেলে চেয়ার-টেবিল বসিয়ে প্রায় ৫০০ নারী, পুরুষ ও শিশুকে খাওয়ানো হচ্ছে। খাদ্য তালিকায় ছিল পোলাও, মাংস ও ডাল। সঙ্গে ছিল আম, কাঁঠালের ব্যবস্থাও। খাবারের আগে জার্মানি ও বাংলাদেশের মঙ্গল কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়
মিজানুরের দেওয়া ভূরিভোজে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। খাওয়া শেষে সাইফুল নামের এক দোকানি বললেন, ‘চাচার জন্যে (মিজানুর) হামরা প্রথম থাকি জার্মানিক সাফট দিয়া আসছি। তিনি তখনে কছিল চেম্পিয়ান হইলে খাওয়া দেম। চাচা কথা রাখছে।’ স্থানীয় যুবক সুমন ও রাসেল (২৫) বললেন, ‘খাবার দারুণ হইছে। প্যাট ভরে খাইছি।’ কিসের খাওয়া, জানতে চাইলে সকিনা বেওয়া নামে এক বৃদ্ধার জবাব, ‘জামান দ্যাশ জিতছে, তারে খাওয়া।’
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৮
আবু শাকিল বলেছেন: দেশে আবালশুমারী করা প্রয়োজন ।