![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিসকোর্স উইথ বুয়া এবাউট হার বয়স
এই বুয়া মাস তিনেক হলো নিয়োগপ্রাপ্তা। কামরাঙ্গিরচর থেকে সে অাসে জানি, অার কিছুই তো জানি না। ভাবলাম, একটু তাহলে জানি। এ বুয়ার বয়সটা ঠিক বোঝা যায় না। ত্রিশ হতে পারে বা বত্রিশ। বললাম. 'বুয়া, তোমার বয়স কত?'
বুয়া বলল, 'হিসাব করি নাই।'
বললাম, 'নিজের বয়সের হিসাব নেই! কও কি?
'অামার তিনপোলা এক মাইয়া। বড়পোলার বয়স পনের বছর।'
'তোমার বিয়ে হইছিল কত বছর বয়সে?ৎ
'খুব ছোডকালে। দশবচ্ছর বয়সে।'
'বড়পোলা বিয়ের কদ্দিন পর হইছে?'
'ধরে বিয়ার পরেরবছর বা তারপরের বছর"
'ধরলাম। কিন্তু তাইলে তোমার বয়স তো ২৬/২৭ বছরের বেশি না।'
বুয়া অাপত্তি করে। বলে, 'না না, এত কম হইব না। ধরেন বিয়ার সময় অামার বয়স দশ বচ্ছর। তারপর দুইবচ্ছর। তার সঙ্গে বড়পোলার বয়স পনেরবছর। কত হইল? তারপর মাইজ্জা পোলার বয়স এগারো বচ্ছর। কত হইল?'
'কি কত হইল?' অামি বুঝতে পারি না বুয়ার কথা।
বুয়া এবার তার বয়সের হিসাব দেয় অাগুলে গুনে গুনে, ' অামার বয়স ছিল দশ। বিয়ার পর দুই বচ্ছর, বড়পোলার বয়স পনেরা...কত হলে? সাতাশ। তারপর ধরেন মাইজ্জা পোলার বয়স এগারো...কত হলো? অাটত্রিশ। তারপর ছোডপোলার বয়স সাতবছর, সেইডা ধরেন...কত হয়?'
বললাম, ' পয়তাল্লিশ।'
বুয়া বলল, 'অার মাইয়াডা তিন বছরে পড়ছে। এইবার কত হয়?'
'অাটচল্লিশ।'
'তাইলে অাটচল্লিশ বছ্ছর অামার বয়স।'
বললাম, 'অাপনার স্বামীর বয়স কত হবে?
বুয়া বলল, 'হিসাব করি নাই। হিসাব কল্লেই তো বাইরইব...'
২| ২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৭
শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং।
৩| ২০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫০
টিভি পাগলা বলেছেন:
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৫
সোহানী বলেছেন: হাহাহাহাহা....জটিল হিসাব !!!!!!!!!!!