নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

রাজপুত্তুর ডাবিং সংবাদ...

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৬

রাজপুত্তুর'এর ডাবিং চলছে



'রাজপুত্তুর'এর ডাবিং চলছে। গতকাল ১৪ ডিসেম্বর সকাল থেকে রাত ১০ টৃ পর্যন্ত ডাবিং হয়েছে ডাংকি ড্রিমার অ্যানিমেশন হাউসে। তুমুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চরিত্রেরা ডাবিং এ অংশ নিচ্ছে, সেই শুটিং পিরিয়ডের মতোই।

অাগামীকাল ১৬ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ফের শুরু হচ্ছে বাকি চরিত্রদের ডাবিং। বাকি চরিত্রদেরটা হবে পরশু ১৭ ডিসেম্বর সকাল থেকে। তাপসী, মুগ্ধ, সিনথী, মানহা, পার্থিব, জয়তু, রায়না, চন্চল সৈকত, গুপু ত্রিবেদী, অসীম গোস্বামী, অ্যাপোলো নওরোজ--অামাদের বিজয় দিবস যাবে এবার 'রাজপুত্তুর' এর ডাবিং দিবস হিসেবে।

পরশু ১৭ ডিসেম্বর সকাল ১০টায় ডাবিং শুরু ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। তারপর অানন্দিতা, জাহিদ, শরদিন্দুর ডাবিং। ইলির দাদুর প্রয়াণে ইলি ঢাকার বাইরে। , প্রপা, স্বপ্নীল সাহাকে পাওয়া খুব জরুরী ১৭ তারিখেই। ঋভু রোদ্দুরও শীতের পিঠে খেতে যশোর অাছে এখন। মিউজিক-অ্যানিমেশনের কাজ অাছে। কালার কারেকশন করতে হবে না? সাউন্ড কারেকশন না হলে হবে? ওদিকে পত্রমারফত অামি নোটিশপ্রাপ্ত--২০ তারিখে মন্ত্রণালয়ে 'রাজপুত্তুর' অানফিনিসড ভার্সনের ডিভিডি হলেও জমা দিতে হবে। কী করি? হে সময়!! একটা মুশকিল মুশকিল ব্যস্ততার অানন্দ-চাপে অাছি...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.