![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'রাজপুত্তুর'-এর ডাবিং শেষ
'রাজপুত্তুর' ছবির লিটলবেবি পুপেদির দাদুমশাই ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের ডাবিংয়ের মধ্যদিয়েই একটু অাগে (রাত সাড়ে বারোটা) শেষ হলো ডাবিংপর্ব। অবশ্য অাজ ডাবিংএর একদম শেষে ছিল সোমার রেকর্ডিং।
নিকেতনে ছবির পোস্ট প্রডাকশন হাউস 'গাঁও প্রডাকশন' থেকে ক্লান্ত পথিক মিথুন এসে মৌচাকে অবস্থিত অ্যানিমেশন হাউস 'ড্রিমার ডাংকি'তে ডাবিংয়ের এত জটিল কাজটি শেষ করল। অ্যানিমেশন পেস্ট করতে হবে। অবশ্য ডাবিং শেষ হলেও সাউন্ড লেভেলে তো কাজ অারো কাজ থাকল। কাজ এখনো গান-মিউজিক-কালার কারেকশন বাকি এবং তা দ্রুতই শেষ করার চেষ্টা করছি ( শরীর খারাপ নিয়েও।)
©somewhere in net ltd.