![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার জন্যে শুভ কামনা
অাজ অামি অনেকটাই সুস্থ, শারিরীকভাবে। চারদিন পর ঘর-বিছানা ছেড়ে বাইরে যেতে পারলাম। চারদিন পর অাজই পুরাপুরি পেট পুরে ভাত খেতে পারাই একটা শান্তি পাচ্ছি। শিল্পাচার্য জয়নুল অাবেদিন জন্মশতবার্ষিকী পালনের ব্যস্ততার ফাঁকেও ডিউক (অামার বন্ধু-ভাস্কর, চারুকলার শিক্ষক) অামার জন্যে ওষুধ অানা, ডাক্তার-সিডিউল ঠিকঠাক করল কয়দিন। বারডেমের ডাক্তার অমিত যে ডাক্তার সমীরণের সিডিউল করে দিলেন, অাজ সেই ডাক্তার সমীরণের কাছে গেলাম। অবশ্য বারডেমের তৃতীয়তলায় ডাক্তার সমীরণের কাছে যাবার অাগে দোতলায় অামি বন্ধু রেজা ও অামার ছোটবোন বীথির সঙ্গে গেলাম ডাক্তার অানোয়ারা বেগমের চেম্বারে। এই ডাক্তার অানোয়ারা বেগমই লেখক অানোয়ারা সৈয়দ হক। সেখানে দেখা হলো সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সঙ্গে। যাই হোক, ডাক্তার সমীরণকে অামার ভালো লাগল। অামার অনিয়মের অসুখ-বিসুখের সঙ্গে অন্যান্য অালাপও বেশ জমল। কবিতার খোঁজ রাখেন এই তরুণ ডক্টর। সিনেমার খবর রাখেন। বললেন, 'শহীদুল জহিরের 'কাঁটা' অামি অনেকবার পড়েছি, জটিল গল্প।' 'কাঁটা'ই অামার চলতি ছবি, নির্মাণাধীন। অনেক ওষুধ এখন অামার টেবিলে। টেবিল একটা ফার্মেসি প্রায়।
চারদিন পর অাজ চারুকলা-ছবির হাটে হাঁটলাম। দেখা হলো বন্ধু দীপু, কামু, মিলটন, সূর্য, সাদ্দাম...খুব ভালো লাগল। দুএক দিনের মধ্যেই বিভিন্ন সেক্টরে অাটকে পড়া কাজ ফের গতি পাবে বলে অাশা করছি। বিশেষ করে 'রাজপুত্তুর' প্রকল্প তো একদম শেষপর্যায়ে এসে অঅমার অসুস্থতায় অাটকে গেছে। অ্যানিমেশন হাউস ড্রিমার ডাংকি, মিউজিক ডিরেক্টর বুনো, রবীন্দ্রনাথের গান-গানের শিল্পী এবং পোস্ট প্রডাকশন হাউস 'গাঁও'--এই সব কিছুর মধ্যে সমন্বয় শুরু করতে পারব কাল থেকে মনে হয়....
শারিরীক অসুস্থতা গত চারদিন অামাকে চেপে দিয়ে গেছে...এখন ভালোর পথে। নইলে, ঝিনেদায় বসে অামার মা'র সুস্থ থাকার কোনো সুযোগ নেই...
সবার জন্যে শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৪
খেলাঘর বলেছেন:
ভালো থাকুন