![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অাপডেট
রাজপুত্তুর-এ তিনটে দৃশ্যোংশে যে রাগ-প্রধান ভোকাল যাবে রতন দা'র, অন্য এক দৃশ্যে খালিগলায় একখানি রবীন্দ্রগীতিকা যাবে মানসী অনন্যা'র, অাজ সন্ধের পর দুজনের ভােকালই ফাইনাল টেক নেওয়া হয়ে গেল 'ড্রিমার ডাংকি' অডিও স্টুডিওতে।
অর্থাৎ অামি ফের সুস্থ্য হয়ে কাজে ঢুকতে পারলাম। দ্রুত 'রাজপুত্তুর' নির্মাণ প্রক্রিয়া দ্য এন্ড করতে হবে। সাউন্ড ভারসাম্যায়ণ, কারেকশন, অ্যানিমেশন, মিউজিক বসবে এই উইকেই। তবে হ্যা, অামার ইচ্ছেমতো নিরীক্ষাময় কালারায়ণ না করে কী ছাড়ি?
২৪.১২.২০১৪
মৌচাক, ঢাকা
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ