![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিটিভিতে কবিতা পড়ার প্রথম কম্পন-অনুভূতির কথা
কবি অাসাদ চৌধুরী বিটিভিতে 'প্রচ্ছদ' নামে শিল্পসাহিত্যের একটা ধারাবাহিক অনুষ্ঠান করতেন। সেটা গতশতাব্দির '৯৫-৯৬ কথা। তখন তো অার অাজকের মতো বাংলাদেশে ১৬৩ টা বেসরকারি টিভি চ্যানেল ছিল না। সবে ধন বিটিভি'ই নীলমণি। অামি চারুকলায় পড়তাম। 'প্রচ্ছদ'এ অাসাদ ভাইয়ের সহকারি হিসেবে কাজ করতেন অামাদের বন্ধু মুজিব ইরম। একদিন মুজিব বলল, 'তোরে অাসাদ ভাই অাসতে বলছেন, কবিতা পড়বি, রেকর্ডিং বৃহষ্পতিবার। তখনো শীতকাল ছিল, কারণ একটা ইটালিয়ান জ্যাকেট পরে রেকর্ডিং-এ গিয়েছিলাম মনে অাছে।
তারপর, কত বছর, বিভিন্ন শত-রেকর্ডিং পার করেছি হয়তো। কিন্তু প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেই যে বেটাকম অনুভূতি, তা অার পাব কোথায়?
অাজ যাচ্ছি ডিজিটাল বিটিভিতে যাচ্ছি কবিতা পড়তে, চলছে বিটিভির সুবর্ণজয়ন্তি অনুষ্ঠান। ফলে, প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে, সেই যে অালাদা একটা কম্পন, সেই লাজুক-কম্পনের কথা মনে পড়ে গেল....
©somewhere in net ltd.