![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চৈত্রদিনের পদ্য
আমি তোমার মনে নেই আর
ধরো, তুমিও নেই আর মনে
কে জানে গো মনে কেন থাকে
ভোলা যায় না, কিসের প্রয়োজনে?
কবিতাও আর আগের মতো নেই
ছন্দ-টন্দ ধার ধারে না কেউ
তরুণ কবি বালুর পরে বসে
লিখে যাচ্ছে স্মৃতিগ্রস্থ ঢেউ
বকে যাচ্ছে কথায় কথায় রাগ
বখে যাচ্ছে ইচ্ছেগুলো খা খা
কী আনন্দ সকাল-সন্ধে ধুধু
গলির মোড়ে ঠাঁই দাঁড়িয়ে থাকার
সে-সব তোমার মনে নেই আর
মানে তুমিও নেই আর মনে
কে জানে গো মনে কেন থাকে
ভোলা হয় না কিসের প্রয়োজনে...
©somewhere in net ltd.