![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতসমগ্র ২০১৫
এবারের শীত অনেকটা ইন্ডিয়ান শীত, হিন্দি-ভাষী
তাছাড়া শীতকে তো অামি সবসময়ই বলি, 'ও গো, ভালোবাসি'
একবার, সাইবেরিয়ান শীতকেও বলেছিলাম, 'সই
ভাষা ভুলে গিয়ে এসো অামরা গ্রীষ্মের কথা কই...'
মরুভূমির শীতকেও অামার মনে পড়ে, সেই বালু-বালু শীতে
একরাতে বলতে চাইলাম, 'দাও, যা চেয়েছিলে দিতে--
কিন্তু শেষপর্যন্ত তা বলা হলো না, শীতের সঙ্গে চলা হলো না
শীতকে জাপ্টে ধরা হলো না, শীত-ইশকুলে পড়া হলো না
শীত-নৃত্য নাচা হলো না, পাখির মতো বাঁচা হলো না, অাহা
পাশের বাড়িতেও যে শীত ছিল, কিন্তু ওই যে, বলি বলি ভেবেও
অামি বলতে না-পারার দলে, ফলে শীত অার অামারে কী দেবে?
একদিন দেখি, কোত্থাও কাঁপা-কাঁপা সেই শীত অার নেই, 'বসন্ত এসে গেছে'
এই বলে গান গাচ্ছে এক বালিকা, স্টেজেই, ক্যামেরার সামনে, হালকা নেচে নেচে
শেষলাইনটা হচ্ছে, 'অাবারও শীত অাসবে' 'যা বলার, বলব' তাই থাকলাম বেঁচে...
৩০ জানুয়ারি
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০০
অন্ধবিন্দু বলেছেন:
শীত নাই ভালো অইচে। স্টেজ গরম আছে্।