![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতরাতের বৃষ্টিতে
বৃষ্টি, তোমার প্রতিটি কণাই লেখা হয়ে গেছে মাথায়
বৃষ্টি, তোমার প্রতিটি শব্দ ঝরঝর করে খাতায়
বৃষ্টি, তোমাকে নিয়ে পদ্য লেখা অার্দ্র রাত্রিগুলো
নববিবাহিতা বধুর মতো তার পাশেই তো শু'লো
ফলে, সে অার ঘুমোইনি তাই, জানলা দেখায় ভোর
তরুণ কবির 'ফল ইন লাভ' তো হান্ড্রেডপারসেন্ট ঘোর
সে-ঘোরকালে অনেক দুপুর অনেক রোদের ভাষা
অনেক অাগুন ছাই গুণাগুণ: ভষ্ম-ভালোবাসা
সে-সব বাসা অাশা নিয়ে দারুণ হচ্ছিল হইচই
(কিন্তু খবর হচ্ছে, গতরাতে ঝড়বৃষ্টিতে উড়ে গেছে বাংলাবাজার)
ফলে, গ্রাউন্ডফ্লোরের বাইন্ডিংখানায় ভিজেছে সব বই
ছাপানো বই মেলায় এলো না, অাহা, বৃষ্টিই দিল বাধা!
অথচ, কবিতাগুলোও, নৈশকালীন জঙ্গলে ভেজা রাধা
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: দারুণ..দারুণ...দারুণ!!!!
ভারী মজা পেলাম
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল।
শুভ কামনা।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০১
আরণ্যক রাখাল বলেছেন: মজা পেলাম কবিতায়
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি মজা পেলাম পরে ।
নববিবাহিতা বধুর মতো তার পাশেই তো শু'লো।
নববধু পড়তে ভাল লাগছে ।