![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কামিংসুন, রাজপুত্তুর...
'হরণ করে নিল, অামাকে...' বলে ছোটবেলায় পুপেদি শালবনের ভেতর দিয়ে দৌড়ে এসে বলেছিল বারান্দায় বসা দাদুকে। তখন , 'তোমাকে উদ্ধার করতে রাজপুত্তুরের শরণ নিতে হলো' দাদু বললেন। 'রাজপুত্তুর অাবার কে?' পুপের প্রশ্নে দাদু বলেন, 'ঐ যে, তোমাদের সুকুমার।'
পুপেদি দাদুকে মুখ ভেংচি কেটে বলে, 'হুম, রাজপুত্তুর না লাজপুত্তুর! ওকে অামি জটায়ুপাখি বলেও মনে করিনে।' পিচ্চি বয়সেই প্রেমময় মজার কেমেস্ট্রি অাছে পুপেদির সাথে তার খেলার সাথী সুকুমারের ।
......
দরকার ছিল মায়ায় ভরা একটি মুখ। অনেক খুঁজে খুঁজে তা পেয়েছিও অামি। 'রাজপুত্তুর' চরিত্রের অভিনেতা বিষ্ময় সরকার মুগ্ধ'র বয়স সাত। একটা দাঁতও এখনো পড়েনি। যদিও, গতবছর সেপ্টেম্বরে লিডার তাজউদ্দিন অাহমদের বাড়িতে ও কাপাসিয়ার শালবনে টানা শ্যুটিং করে অাসার পর তাসীর মায়ের কাছ থেকেই একদিন জানতে পারলাম, অাট বছরের অভিনেত্রী সামাহ তৌফিক তাপসী'র সামনে দিকের নিচের পাটির একটা দাঁত পড়ে গেছে। এরকম অারো ১৪ টা বাচ্চার নানারকম গোপন খবর অাছে অামাদের কাছে। যাই হোক--
কামিংসুন...রবীন্দ্ররচনা থেকে ছবি 'রাজপুত্তুর'।
©somewhere in net ltd.