![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'রাজপুত্তুর' প্রিভিউ হলো অাজ
'রাজপুত্তুর' প্রিভিউ হলো অাজ সন্ধ্যায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনের দোতলায়, সেমিনার রুমে। দর্শক হচ্ছে, সংষ্কৃতি মন্ত্রণালয়ের রবীন্দ্র-টেক্সটের চলচ্চিত্র অনুদান কমিটি। বলা চলে, 'রাজপুত্তুর'এর প্রথম প্রদর্শনী এটা। দেখলেন গণ্যমান্য-বিশেষজ্ঞগণ। ১২ সদস্যের কমিটির সাচিবিক সদস্যদের 'রাজপুত্তুর' ভালো লেগেছে, তা জানালেন। তবে, দু'তিনটে জায়গায় সামান্য কারেকশনের কথা জানালেন। কারেকশন তো অাছেই। ডাবিংএ কারেকশন অাছে। সাউন্ড-মিউজিক-অ্যানিমেশন কারেকশন অাছে। কালার কারেকশন অাছে। খুব সামান্য-সামান্য কারেকশন।
এরপরই 'রাজপুত্তুর' সেন্সরে যাবে। বোর্ডের সনদ পাওয়ার পর শিল্পকলা একাডেমির দায়-দায়িত্বে দর্শক-প্রদর্শনীর ব্যবস্থা হবে।
ধন্যবাদ
টোকন ঠাকুর
©somewhere in net ltd.