![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনলাম 'প্রথম নিখিল ভারত মাতাল সম্মেলন' হতে যাচ্ছে। সেখানে হয়তো ভারতীয় মাতালদের স্বাধিকার, স্বাস্থ্যসেবা, সামাজিক সম্মান, সরকারিভাবে দৈনিক বা সাপ্তাহিক মাতালভাতা ইত্যাদি নিয়ে সভা-সেমিনার হবে। হয়তো মাতালদের সংগ্রামী ঐতিহ্য নিয়েও কথা বলা হবে। হয়তো মাতালদের 'অ-মাতাল' সম্প্রদায় কর্তৃক শতশত বছর ধরে ঘরে-বাইরে অাক্রান্ত হওয়ার ইতিহাস লেখা হবে। হয়তো প্রতিবেশী মাতালদের সঙ্গেও পারষ্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বের কথা তারা তুলবে, অনুমান করছি...
পুষ্পের পরাগে নিহিত স্বেদকণাই যে মধু, মাতালরা তা জানে, মানে। অারে, চুম্বনের লালা কি অার থুতু?
২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫
বিপরীত বাক বলেছেন: সম্মেলন টা কোথায় হচ্ছে ভাই? আমি যোগ দেবো সদলবলে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯
শাহ আজিজ বলেছেন: 'মাতাল ভাতা' বেশ ভাববার বিষয় । সেক্ষেত্রে ক্যাটাগরি হবে তাড়ি, বাংলা, দোচোয়ানি, ইংলিশ ইত্যাদি। গাজার আলাদা কোটা কিন্তু ডাইলের চান্স নাই।