![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির সম্মানীর টাকা
..........................
'দু'মুঠো ভাতের গল্প' লিখে
পত্রিকা থেকে সম্মানী পেয়েছি পনেরো'শো টাকা
তারপর রাস্তায় দুই ভিক্ষুকের সঙ্গে দেখা
ক্ষুধার্ত মনে হওয়ায় তাদেরও দিলাম দশ টাকা করে
তারপর নিজে এক হোটেলে বসে
দুপুরে খেয়েছি দুই'শো টাকা
'দু'মুঠো ভাতের গল্প' লিখে. এদিক-ওদিক কিছু খরচ করেও
২০১৬ খৃষ্টাব্দের এক সারাদিন পকেটে বারো'শো টাকার বেশি নিয়ে ঘুরে বেড়াচ্ছি
'দু'পেগ মদের গল্প' লিখলে নিশ্চয়ই অারো বেশি পাব!
অাগরতলা থেকে অশোক বলল, 'তাইলে আমি দুই বোতলের গল্প লেখুম'
ঢাকার মিরপুর থেকে তৃপ্তি শাহানা লিখেছে, 'হোরোইন/কোকেনের গল্প লেখেন, অনেক বেশি সম্মানী পাবেন'
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দুই বড়ি ইয়াবার গল্প লিখুন। এটাই এখন বেশি চলছে।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১১
আরণ্যক রাখাল বলেছেন: মেলা টেকাটুকা
৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬
নেক্সাস বলেছেন: চমৎকার। প্রতিকী প্রতিবাদ
৫| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১০
সিগনেচার নসিব বলেছেন: নেক্সাস বলেছেন: চমৎকার। প্রতিকী প্রতিবাদ সহমত
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
ANIKAT KAMAL বলেছেন:
বুঝি না ভালো লেগেছে
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৫
বিজন রয় বলেছেন: সুন্দর।