![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের টুঁটি নিজেই চেপে ধরো
তবু একটা কিছু করো, প্লিজ করো
নিজের ঠোঁটে কামড়ে দাও নিজে
জিব্বা যেন না ওঠে অার ভিজে
নিজের ঠোঁট নিজে কামড়ে ধরো
তবু একটা কিছু করো, প্লিজ করো
গুমরে মরুক কথা, কথার ভারে
কথারা যাতে বেরুতে না পারে--
বরং বলো: 'কথা তুমি মরো
সামনে থেকে নিঃশব্দে সরো'
সময়, তোমার ভাষা জটিলতরো।
শূন্যতায় তাকিয়ে থাকার পরও
সময় বলছে, 'ভালো। খুশি মনেই
যদি সমস্ত লোক অাত্মহত্যা করো'
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৫
সাগর মাঝি বলেছেন: সময় যে আরো কতকিছু বলবে।